বিশিষ্ট কবি ও গীতিকার ড.  খান মোঃ মনিরুজ্জামানের অনবদ্য কবিতা “বিজয়ের হার”

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২০

বিশিষ্ট কবি ও গীতিকার ড.  খান মোঃ মনিরুজ্জামানের অনবদ্য কবিতা “বিজয়ের হার”

ড. খান মোঃ মনিরুজ্জামান

তাল লয় ছন্দ সুরে দ্বন্দ্ব না হলে,
হার মানা হার জয়ের কথা বলে।
হারের পিছু পিছু জয় ছুটে চলে,
গুণিরা বলে, ‘হারে মে’য়া ফলে’।

সব জায়গা জেতা বোকামি ভাই,
নাহেরে থাকে না জেতার বড়াই।
ভবে জিতিয়ে যারা আনন্দ পায়,
তাঁরাই সময় শ্রেষ্ঠ বীর বসুধায়।

বিতর্কে জেতা সময়ের অপচয়,
জিতে হারা জীবনে কঠিন সময়।
হেরে হাসুন হৃদয় খুলে জীবনে,
খুঁজে পাবেন তব জীবনের মানে।

কথা হজম জেতার দোসর বটে,
হজমের পরিণতিই বিজয় ঘটে।
এমন গুণের সমাদর যাঁরা করে,
ধন্য তাঁরা গণ্য তাঁরা অবনী পরে।

আপনার কথার চেয়ে কাজ বড়,
সকাল সাজে কাজে জীবন গড়।
তোমাকে ফুটাতে কাজ দরকার,
রাজকাজই তো জীবন সরকার।

চিতাবাঘ দৌঁড়ায় না কুকুর সনে,
কুকুর জিতিয়ে চিতা হাসে মনে।
সময় বলে দেয় চিতার পরিচয়,
কুকুরতো জনমে কুকুর হয়ে রয়।

তোমার অবিশ্বাসীদের কথা ছাড়,
কর্তব্যকাজে কাজের মাঝে বাড়।
বিশ্বস্ত করতে কাজের বিকল্প নাই,
কাজ দিয়ে মোরা মোদের ফুটাই।

এ সংক্রান্ত আরও সংবাদ