পুর্বাভাস

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১

পুর্বাভাস

ড. খান মোঃ মনিরুজ্জামান

দিবাকর দিবসের বারতা দেয় প্রাতকালে,
হারমোনি বুঝি বাজনার ছন্দ, লয়, তালে।
মোরা হাত দিয়ে কলা টিপে পাকাটা বুঝি,
বেল নাকে ধরে  উহার কোয়ালিটি খুঁজি।
খামছি মেরে লাউ বুঝি তা কতটা জালি,
ঝাকায়ে নারকেল বুঝি তা ঝুনা না খালি।
চড়-থাপ্পড়ে তরমুজ বুঝি তা ভালো কিনা,
ঢেড়শ ভেঙ্গে বুঝি তা জালি কি জালিনা।

ধরাধারে বুঝিবারে, বুঝাবারে বেশি কিছু,
চলিষ্ণু জ্ঞান-বিজ্ঞান চলে তার পিছু পিছু।
চোখ দেখে রোগ বুঝে অভিজ্ঞ বৈদ্য ভবে,
মুখ দেখে বুকের কথা গুণিজনেরা কবে।
হাসির ধরনে তা স্মরণে কত কিযে আসে,
ভঙ্গিতে বুঝি সোজাসুজি তার অভিলাষে।
বাঁধা শিখায় সবারে হয়ে সহচরী গোপনে,
অতীতের মত শিক্ষক পায়নি কেহ ভুবনে।

সরল মতি উর্ধ্ব গতি মণিকাঞ্চন সমাহার,
শৈশব ভঙ্গিতে শিশুর ভবিষ্যৎ চমৎকার।
সকাল সাঝে পাঠের মাঝে যে শিশু রবে,
সেইতো একদিন নিউটন, মেরি কুরি হবে।
জাগিয়ে তুলব সবে শিশুর সহজিয়া জ্ঞান,
যা দিব শিশুকে তা যে ঐ শিশুর অবদান।
শিশুর রুপে তব রুপ দেখ বিভোর নয়নে,
হেরিয়া হারা রুপ দেখি শিশুর বিকাশনে।

রচনাকালঃ ২৫/০৪/২০২১ খ্রি.
সময়কালঃ ৫.০০ এএম। ঢাকা।

এ সংক্রান্ত আরও সংবাদ