বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও গীতিকার ড. খান মোঃ মনিরুজ্জামান এর সত্যলোকের তথ্যরাশি “হামিদুর রহমান”

প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও গীতিকার ড. খান মোঃ মনিরুজ্জামান এর সত্যলোকের তথ্যরাশি “হামিদুর রহমান”

ড. খান মোঃ মনিরুজ্জামান

বহু রাত্রি পরে চন্দ্রহারা রাত্রি পেল চাঁদের আলো,
অমাবস্যার আঁধার ঠেলে ঐ চাঁদ জ্যোস্না ছড়ালো।
জ্যোস্নালোকে স্বচ্ছ সৈকতে বালিহাঁসে খেলা করে,
আঁধার বিনে ভুজঙ্গ বিচ্ছুপনা দুর থেকে দুরে সরে।
ধীরে ধীরে চাঁদ সরে জ্যোস্না সরে নিপ্পনে সুর্যোদয়,
শ্বাপদাপদের তিরোধানে কাননে কলি কুসুম নিচয়।
ভোরের কাঁচারোদ ছড়িয়ে যায় দিগন্তের চক্রবালে,
সাম্পানে হামিদুর রহমান পাকা হাতে হাল মাচালে।

ডিএই সাম্পানের কর্ণধার হামিদুরের কলাকৌশল,
বঙ্গচাষির স্বপ্ন বুননে বিভোর বিমল স্বচ্ছ সুনির্মল।
চাষি কল্যাণে হামিদুরের পরিচ্ছন্ন পরিকল্পনা সার,
জ্যামিতির বাঁধনে বিকশিত অনিন্দ্য সুন্দর অপার।
লুনা জল ঠেলে সাম্পানী সুপেয় জলের অন্বেষণে,
তাঁর কঠোর গদ্যে কামটের পঁচা অতীত নির্বাসনে।
হালে পানি, পালে হাওয়া মিষ্টি রৌদ্রে ভোর স্বতন্ত্র,
সবকিছু ঠিকঠাক পরিপাট সাম্পানে সত্যপাঠমন্ত্র।

বিদগ্ধ হামিদুরের বুদ্ধিমত্তা আর লগনের সাম্পানে,
ঐশর্য সমৃদ্ধির বিকাশনে নবযুগ ডাকে মাত্রাজ্ঞানে।
ডিএই-র জানালা-ভেন্টিলেটরে নির্মল দখিনা বায়ু,
কাম্যকৃষি বাংলা বিনির্মানে মেধাবী সত্ত্বার পরমায়ু।
তুফান ঠেলে ধারে ধারে কাম্য কিনারে মুক্তা খুঁজে,
কৃষিতে বাংলা পেল তাঁর আরাধ্য মণিকাঞ্চন বুঝে।
হামিদুর ডিএই-র ব্যোমে আজও নক্ষত্র হয়ে জ্বলে,
নিখিল-বিশ্বে কারো দেশপ্রেম কভু যায়নি বিফলে।

রচনাকালঃ ০৭/০১/২০২০ খ্রি
সময়কালঃ ৫.২০ এএম। ফরিদপুর।

এ সংক্রান্ত আরও সংবাদ