নৌকার প্রার্থী আব্দুল হাই এর অবৈধ ৩টি নির্বাচনী ক্যাম্প অপসারণ

প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩

নৌকার প্রার্থী আব্দুল হাই এর অবৈধ ৩টি নির্বাচনী ক্যাম্প অপসারণ

 

ঝিনাইদহ সংবাদ ডেস্ক ঃ ঝিনাইদহের শৈলকুপায় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণ বিধি লঙ্ঘন করে শৈলকুপার নৌকার প্রার্থী আব্দুল হাই এর অবৈধ ৩টি নির্বাচনী ক্যাম্প অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে পৌর এলাকার উপজেলা পরিষদ সংলগ্ন ২টি নৌকার নির্বাচনি ক্যাম্প ও ভাটই বাজারে ১টি নির্বাচনি ক্যাম্প  ভেঙে দেয়া হয়।

 

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি  রিটার্নিং কর্মকর্তা মেহেদী ইসলাম  জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের আচরন বিধি অনুযায়ী  নির্দিষ্ঠ সময়ের আগেই নৌকার প্রার্থী আব্দুল হাই এর পক্ষে  ৩টি অবৈধ ক্যাম্প বানানো হয়েছিলে। সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ বনি আমিন মনিটরিং কালে   নির্বাচনী আচরণ বিধি  লঙ্ঘন করে ক্যাম্প নির্মান করায় তা অপসারণ এর ব্যবস্থা গ্রহন করেছেন।

তিনি আরো বলেন , নির্বাচনি আচরন বিধি লংঘন করলে এবং আমাদের কাছে কোন সুনির্দিষ্ঠ ভাবে অভিযোগ দিলে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

এ সংক্রান্ত আরও সংবাদ