মানুষ যদি না হয় মানুষ

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

মানুষ যদি না হয় মানুষ

—-ড. খান মোঃ মনিরুজ্জামান

তুমি মানুষ, তোমার আছে অনেক গুণ,
কর্মগুণে মানুষ হতে মানুষ হয় শকুন।
পশুপাখি সহজে পশুপাখি এই ধরায়,
মানুষ থাকেনা মানুষ মনুষ্যত্ব হারায়।
সুযোগে বলদ খায় মালিকের ক্ষেত,
অমানুষের কর্মযজ্ঞ সব অনভিপ্রেত।
গাধার গাধা চাটে হিংস্র বাঘের গাল,
বলদের বলদ টানে চাষাবাদের হাল।
হালহকীকত বুঝেনা ঠিক নির্বোধেরা,
কুসঙ্গে কুরঙ্গে ধরা অসার মানুষেরা।

তরুলতা সহজে তরুলতা এ চরাচরে,
এতে ফল ধরে থরেথরে মানবের তরে।
মেঘমালাজলে ফলে শস্য, ফুল ও ফল,
মানুষ তোমার দেহের সত্তর ভাগ জল।
জলের ফসলে ফলে মানবের কল্যাণ,
শ্রেষ্ঠ মাকলুকাতের তো শ্রেষ্ঠ অবদান।
তারপরও যদি অবদান না থাকে বিশ্বে,
তাহলে মানুষ শকুনের দিতে হবে হিস্যে।
মানুষ তো আর অতি সহজে মানুষ নয়,
মানুষ জয় করে ভবে মানুষ মানুষ হয়।

নিষ্পাপ শিশু সময় সাপেক্ষে বিকশিত,
ক্রমান্বয়ে সাপেক্ষণে বিজ্ঞান সঞ্চারিত।
সব মানুষে এ বিজ্ঞান হতে জ্ঞান আসে,
এভাবে ভবে এ শিশুর নির্বুদ্ধিতা নাশে।
কালে কালে শিশু হয় প্রজ্ঞাদীপ্ত পন্ডিত,
সেবা চাষে তার কন্ঠে রয় জীবনের গীত।
আবার মানুষের জ্ঞান স্বপ্ন ভাঙ্গে কারো,
মানুষ হয়ে তার মনুষ্যত্বের বাজে বারো।
মানব কল্যাণে কেউ হয় তেজস্বী মানুষ,
স্বার্থের মোহে আবার কারো থাকেনা হুশ।

মিথ্যাচার, পাপাচারে ক্ষণিকের সুখশান্তি,
জীবনের তরে দুষ্টু জীবনের কি যে ভ্রান্তি।
সাময়িক সুখের লাগি মনুষ্যত্ব বিসর্জন,
আস্তাকুঁড়ে গেল সে হারিয়ে মানিক রতন।
বিশ্ব সত্য পাঠের সবচেয়ে বড় পাঠশালা,
শিক্ষক শিখায় অসত্য বাক্যবাণের জ্বালা।
তারপরও শুধরায় না যে মানুষ এই ভবে,
মানুষের ভবে কে তারে আর মানুষ কবে?
অমানুষী করে ভবে জনম যাবে বিফলে,
মানুষ হয়ে মানুষ ভজরে মানুষ মহিতলে।

রচনাকালঃ ২৩/০৬/২০২০ খ্রি.
সময়কালঃ ৬.০০ এএম।

এ সংক্রান্ত আরও সংবাদ