কোটচাঁদপুরে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২২

কোটচাঁদপুরে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত

কোটচাঁদপুর প্রতিনিধি-
শেখ হাসিনার বারতা” নারী-পুরুষ সমতা”এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে জনসচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বাল্যবিবাহ, আত্মহত্যা, নারী নির্যাতন, মানব পাচার মাদকের কুফল, টোল ফ্রী -১০৯ এর প্রচার, নারী ক্ষমতায়নে সরকারের গৃহীত কার্যক্রম সমুহ জনগণের অবহিতকরণ, মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় প্রদত্ত সেবা সমূহ সম্পর্কে অবহিতকরণ, যৌন হয়রানি, যৌতুক প্রতিরোধে মাতৃত্বকালীন ভাতাভোগীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় নারী ক্ষমতায়ন নারীদের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন ও বিভিন্ন সময় সাময়িকী বিষয় নিয়ে দিক নির্দেশনা প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উষা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক ও আলোনারী প্রতিনিধি আব্দুল হান্নানসহ মাতৃত্বকালীন ভাতাভোগী নারী, শিশু, এলাকার গন্য মান্য ব্যাক্তি বর্গ ও মহিলার বিষয়ক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ