কোটচাঁদপুর এসি ল্যান্ডের বিতর্কিত মোবাইল কোর্ট

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

কোটচাঁদপুর এসি ল্যান্ডের বিতর্কিত মোবাইল কোর্ট

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে ঘটনাস্থলে জরিমানা ঘোষণার পর উপজেলা পরিষদে নিয়ে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে আদালতের বিচারকের বিরুদ্ধে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়’র এমন কাজে বিতর্ক সৃষ্টি হয়েছে। এসিল্যান্ড দন্ডিত ব্যক্তিকে ছেড়ে দেওয়ায় প্রশ্ন উঠেছে জনমনে।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায় কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হাজীপাড়ায় অভিযান চালায়। সেসময় প্রশাসনের অনুমতি ছাড়া মাটি কেটে বিক্রি করার অপরাধে জমির মালিক হাবিবুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদাণ করেন। সেখানে স্থানীয় সাংবাদিকদের স্বাক্ষী ও জনগনের সামনে ৫০ হাজার টাকা জরিমানার ঘোষণা দেয় এসিল্যান্ড নিরুপমা রায়। রায় ঘোষণার পর দন্ডিত ব্যক্তি জরিমানার টাকার দিতে ব্যার্থ হওয়ায় তাকে উপজেলা পরিষদে আনা হয়। সেখানে অজ্ঞাত কারণে তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয় এসিল্যান্ড। এতে উপজেলার সচেতন মহলের মাঝে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে রায় ঘোষণার পর দন্ডিত ব্যক্তিকে কিভাবে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হলো। এখানে এসিল্যান্ড দন্ডিত ব্যক্তির কাছ থেকে বাড়তি কোন সুবিধা নিয়েছে কি না?
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন, আমরা তো ঘটনাস্থলে স্যারকে রায় ঘোষনা করতে দেখেছি। সেখানে সাংবাদিকদের স্বাক্ষীও নেওয়া হয়। পরে কি হয়েছে তা তো জানি না।
ছাড়া পাওয়া দন্ডিত ব্যক্তি হাবিবুর রহমান বলেন, ওই সময় জরিমানা করেছিলো। পরে বিভিন্ন জাইগা থেকে ফোন দেওয়ার কারণে আমাকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে।
এ ব্যাপারে এসিল্যান্ড নিরুপমা রায় বলেন, উনাকে উপজেলায় নিয়ে আসা হয়েছিলো। উনি সন্তোষজনক জবাব দেওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জরিমানা ঘোষনার কথা তিনি অস্বীকার করেন।
ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগম বলেন, বিষয়টি আমি দেখছি।

এ সংক্রান্ত আরও সংবাদ