মানব কল্যাণী প্রফেসর আতিয়ার

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, এপ্রিল ৯, ২০২১

মানব কল্যাণী প্রফেসর আতিয়ার

ড. খান মোঃ মনিরুজ্জামান

আমার জীবনের ধ্রুবতারা প্রফেসর আতিয়ার,
জান্নাতুল ফেরদৌসের ফয়সালা যেন হয় তাঁর।
প্রজ্ঞাদীপ্ত ডাকসাইটে প্রফেসর উন্নত মনে বাড়া,
মানব মঙ্গলে তাঁর হৃদয় বড় সবার নজর কাড়া।
আমার নজর কাড়ে তাঁর এ মানব কল্যাণ পুঁজি,
পেয়েছিলাম সেই হৃদয়ে মণি মুক্তা মানিক খুঁজি।
ঐ অর্ণব সৈকতে খুঁজে ফিরি জ্ঞানপবনের নুড়ি,
তাঁর সনে মোর নিত্যবাস প্রায় বছর পনের কুড়ি।

পারিজাতগদ্যে পরিপাটি স্বতন্ত্র স্বভাবে তাঁর চলা,
বিজ্ঞ বিশারদ ভঙ্গিমায় জীবনে তাঁর ছিলনা বলা।
তাঁর জীবনমুখী শিক্ষা সঞ্চালন নিভৃত নিষ্ঠাচারে,
স্বল্পেরা গ্যাটের খেয়ে বনের মহিষ তাড়াতে পারে।
কল্যাণী ভালবাসা দিয়ে ভবে যাঁরা ভালবাসা পায়,
আতিয়ার তাঁদের একজন আমাদের এই বসুধায়।
আমি তাঁর সরেস চলার অনিন্দ্য ছন্দের গান গাই,
জীবন পথে পরতে পরতে আমি তাঁরে খুঁজে পাই।

মানুষকে ভালবাসার পুঁজি নিয়ে যারা চলে ধরায়,
মরণের পরে চরাচরে তাঁরে বিজয়ের মাল্য পরায়।
অমরলোকে আতিয়ারের আলেখ্য রংতুলি ভাসে,
জীবন রথে অভিমতে বারেবারে আসে অভিলাষে।
স্মৃতিলোকে প্রীতি রেখে যাঁরা এ বিশ্ব জগত ছাড়ে,
হৃদয় হতে হৃদয়ে তাঁরা সময়ের টানে কেবল বাড়ে।
সোজাসুজি মোরা বুঝি শ্রদ্ধেয় প্রফেসর আতিয়ার,
তাঁর অকৃত্রিম স্নেহস্পর্শে ধন্য ছিল জীবন আমার।

এ সংক্রান্ত আরও সংবাদ