স্মৃতি

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১

স্মৃতি

ড. খান মোঃ মনরিুজ্জামান

প্রতি সদা বর্তমান চলে ঐ অতিতের গহবরে,
রবির পথ চলায় আরো অতিতে অতিত সরে।
ভবিষ্যৎ সে তোমার বর্তমানে একেবারে ধরা,
আগামীর আজ হয়ে  সুদুরের অতিতে সরা।
ভেবে দেখ বর্তমানের অস্তিত্ব কি আর আছে?
অতিত অতিত হয় সেই এই অতিতের কাছে।
তাই হয়ত স্মৃতির নিবাস অতিতের বাতায়নে,
একটি দিনের একটু পরশ গোপনে মনোসনে।

এই ড্যাম কোর্স সেই হবে গত শত স্মৃতিমাঝে,
এরুপে সেরুপ অপরুপ সেবকের কর্মকাজে।
বিসিএস এ্যাডমিন একাডেমি স্মৃতি হয়ে রবে,
সেদিনকে এই এদিন ঠিক রহিয়া রহিয়া কবে।
কি রকম হবে প্রজাতন্ত্রের কর্মচারির আচরণ,
সেবার সুযোগ দিয়ে ধন্য করেছেন ঠিক এমন।
বিধি বিধানের আলোকে প্রজ্ঞালিত হয়ে বাড়া,
সেবার মাধ্যমেই সেবকের  সবার নজর কাড়া।

একাডেমি পরিষদবর্গের সদয় বিনম্র ব্যবহার,
ছাব্বিশ-সাতাশ ড্যাম কোর্সের প্রাপ্য উপহার।
স্মৃতির জানালায় রবে কথা কবে ফিরে ফিরে,
কোন এক নির্জনে বিজনে বেলা ভুমির তীরে।
অতিথি বক্তাগণের হৃদয় নিংড়ানো শিক্ষাদান,
একনিষ্ঠ জ্ঞানপুষ্ট জনসেবা কাজের আহবান।
প্রশাসন উন্নয়ন ও ব্যবস্থাপনা যতটা দরকার,
নিগুঢ় নির্যাস উচ্ছ্বাসে দিলেন মাতা চমৎকার।

শিক্ষার্থী উপসচিববৃন্দের হৃদয়ের ভালোবাসা,
বর্ষণে যেন তৃষ্ণান্ত চাতকীর মিটিলো পিয়াসা।
তটিনীর জোয়ার যানে প্রাণের টানে ছুটে চলা,
দেশপ্রেমের অঙ্গিকারে সবারে সবার কথা বলা।
কিছু কিছু পিছুপিছু রবে প্রীতি স্মৃতির প্রাঙ্গণে,
সোনালী স্বপ্নের কথা মনের কথা ভুবনে ভুবনে।
দক্ষিণা মলয়ে শুনিবে শিশু একচল্লিশের গান,
বিস্মৃতির তলে মোদের স্মৃতি জ্বলবে অনির্বাণ।

রচনাকালঃ ৩১/০৩/২০২১ খ্রি.
সময়কালঃ ১১.০০ পিএম। ঢাকা

এ সংক্রান্ত আরও সংবাদ