ইউএনও শাম্মী ইসলাম

প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২১

ইউএনও শাম্মী ইসলাম

ড.খান মোঃ মনিরুজ্জামান

ইউএনও শাম্মী ইসলাম সে এক বিদগ্ধ অফিসার,
প্রশংসনীয় তাঁর সমন্বয় জ্ঞান যা অতি চমৎকার।
তাঁর প্রজ্ঞা বলে উপজেলা  ছিল যেন শান্তির ঘর,
জনস্বার্থে তাঁর কর্মযজ্ঞ শোভা পেত সদা নিরন্তর।
রুপে গুণে অনন্য এক আকর্ষণীয় ব্যক্তিত্ব প্রখর,
দুর আঁধারে রাঙ্গা ভোরে সে যে জাগ্রত দিবাকর।
সকলেরে বাসিত ভালো মনোবাতায়নে দিয়ে ঠাঁই,
কালের খেয়ায় সবার হিয়ায় তাঁহারে খুঁজিয়া পাই।

শুভ্র সিক্ত হৃদয়ে উজাড়ী আবেগী আত্মনিবেদন,
প্রিয় পরানে হৃদয়ে হৃদয়ে তাঁর যে ঠাঁই দীপায়ন।
বিশ্বস্ত ভোরে আশ্বস্ত কোণে ঠিকরে আসে আলো,
শাম্মী জ্ঞানে ক্লান্তি প্রহরে তাঁরা থাকত কত ভালো।
বিদ্বেষ বিবর্জিত ব্যক্তিত্বে তাঁর সুসমন্বয় অকিঞ্চন,
বিগত স্মৃতিচারণে অদুর দুরে ঘুরে ফিরে বিচরণ।
মানস মনে মহিয়ান যাঁরা মোরা তাঁদের গান গাহি,
তাঁর অবদানে এই গানে আমরা ফিরে ফিরে চাহি।

শাম্মী সুন্দর মানব মঙ্গল প্রয়াসী মহিলা ফিটফাট,
সকলের তরে প্রিয় এ মানব বিজয়ীর কৃত্তি বিরাট।
মানব কুলে মানুষের কষ্টে যাদের চোখে জল ঝরে,
মানুবের মাঝে সকাল সাজে বাঁচে তাঁরা নারিনরে।
ঝিনোদা সদরের মানুষেরা আজও তাঁর কথা বলে,
কালে কালে মহিতলে সবার সৎ কর্মের ফল ফলে।
এমন একজন ইউএনও শাম্মী চাকুরির স্মৃতিপটে,
বারবার ফিরে আসে স্মৃতিময় হৃদয় সাগরের তটে।

রচনাকালঃ ০৩/০১/২০২১ খ্রি.
সময়কালঃ ৭.২৫ এএম, ফরিদপুর।

এ সংক্রান্ত আরও সংবাদ