নদী

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২১

নদী

ড. খান মোঃ মনিরুজ্জামান

নদী নিরবধি চলেছো দুরের কোন গায়,
কূল ভাঙ্গিয়া কলতানে উদাসী বনের বায়।
গাঁ হতে গাঁ ছেড়ে দুর হতে আরো বহুদুরে,
স্বীয় ছন্দে চলেছো নদী স্বকীয় সুরে সুরে।
কূল হারায়ে কূলে নদী বিলিয়ে জলরাশি,
ফুটিয়ে শস্য-ফুলে ফুটাও মুখে মধুর হাসি।
আবার কুল হারা অকুলের বধু কাঁদে কূলে,
কি যেন কি খুঁজে ফিরে নদী নিজেকে ভুলে।

তব সুরে গান গেয়ে মাঝিমাল্লা যাচ্ছে বেয়ে,
সুরে হাসে সুরে কাঁদে তব পানে চেয়ে চেয়ে।
কারো মনের কান্নাহাসি যেন তোমারই মত,
সবার সুরে সুর বেঁধে নদী চলেছো অবিরত।
তোমার চলাবলা নিজের মত দুর অজানায়,
কারে খুঁজে চলেছো নদী জোয়ার ও ভাটায়।
সকাল সাজে জনম গেল খুঁজে খুঁজে নদী,
তোমার জনমে রয়ে গেল আজ অবধি ‘যদি’।

রয়ে সয়ে বহু খবর বয়ে চলেছো আনমনে,
ফিরা আর হলনা নদী তোমার চলা জীবনে।
পথ চাওয়া পথিকের কথা তুমি ভাবনা আর,
সময়ে দুরত্ব বাড়ে আরো বাড়ে যে হাহাকার।
কারো খোঁজে তোমার জীবনে চলাবলা সার,
খুঁজতে খুঁজতে সব ঢেউয়ে ঢেউয়ে একাকার।
তোমার পানে চাহিয়া আমার ঝরে অশ্রুজল,
সাধের মানব জনম আমার হলোনা সফল।

রচনাকালঃ ২৭/০২/২০২১ খ্রি.
সময়কালঃ ৬.৩০ এএম। মধুমতি ফেরিঘাট, কালনা, নড়াইল।

এ সংক্রান্ত আরও সংবাদ