কৃষিবিদ দিবস

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২১

কৃষিবিদ দিবস

ড. খান মোঃ মনিরুজ্জামান

তের ফেব্রুয়ারী কৃষিবিদ সমাজের সুদিন,
বঙ্গবন্ধুর কাছে, দেশের কাছে অনেক ঋণ।
কৃষি কল্যাণে বঙ্গবন্ধুর স্মরণীয় অবদান,
কৃষিবিদ কুলের কাম্য অর্জন ক্লাস ওয়ান।
মেধাবীদের দ্বারা মুখরিত কৃষি বিদ্যাগার,
বহুমুখি দেশ গড়ায় তাঁদের জুড়িমেলা ভার।
খোরপোষমুখী প্রাচীন কৃষির আধুনিক রুপ,
আজ মর্যাদাশীল বাণিজ্যিক কৃষি অপরুপ।

দেশপিতার আত্মোপলব্ধিতে ছিল কৃষিবদ,
দেশের মাটি, মানুষের উন্নয়নে এঁরাই সুহৃদ।
সরকারি কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ,
সেবা বিস্তারে পর্যায়ক্রমে ধীরে ধীরে সৃজন।
প্রকৃতি নির্ভর ফসল চাষের হল প্রত্যাবর্তন,
আধুনিক চাষে কৃষকের সামাজিক উন্নয়ন।
মাটির দেয়াল ঠেলে তার অট্টালিকায় বাস,
এসব তো বঙ্গবন্ধুর দুরদৃষ্টির ফসল বিন্যাস।

চাষির গ্রাম ও অভিজাত শহর ব্যবধানশুন্য,
ডিজিটাল সুযোগে কৃষকের গ্রাম আজ পুর্ণ।
চাষির ছেলে আজ মেধাবী জজ ব্যারিস্টার,
এই সমাজ চেয়েছিলেন বঙ্গবন্ধু বাংলা মা’র।
ক্ষুধামুক্তি, দারিদ্র্য বিজয় বঙ্গবন্ধুর অঙ্গিকার,
বঙ্গবন্ধুর সম্মান রাখিয়াছে কৃষিবিদ দুর্নিবার।
মোরা কৃষিবিদ, ১৩ ফেব্রুয়ারি মোদের সম্মান,
কাল-কালান্তরে উদযাপিত বঙ্গবন্ধু মহিয়ান।

রচনাকালঃ ১৩/০২/২০২১ খ্রি.
সময়কালঃ ৩.৩৫ পিএম। ফরিদপুর।

এ সংক্রান্ত আরও সংবাদ