বাবা সব মাশরাফির মত হও

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২১

বাবা সব মাশরাফির মত হও

– ড. খান মোঃ মনিরুজ্জামান

বাবা সব মাশরাফির মত হও ভবে,
নীরব প্রেমে মানব হৃদয়ে ঠাঁই রবে।
অহংকার না করাই তাঁর অহংকার,
মানুষের ভিড়ে তাঁর জুড়িমেলা ভার।
বেশি অর্জনে অহংকার ধরেনা যাঁরে,
তাঁর বাস মানুষের গহীন হৃদয়াধারে।
গর্ব না করা গর্ব গরিয়ান যাঁর সাজে,
অনিন্দ্য সমলয় তাঁর সব কথা-কাজে।
তাঁরে ধরে ধরাধারে কর স্বীয়নিবেদন,
সুমহান সে যে তোমার হৃদয়ের মতন।

বাবা সব মাশরাফি হতে হলে চরাচরে,
বিমল বায়ু সেবন করিও হৃদয় চত্ত্বরে।
তাঁর বিকশিত মনের দুয়ারে দাঁড়াইয়া,
উদার আকাশে হস্ত রাখিও বাড়াইয়া।
দিবস দিবাকরে দেখিও স্বচ্ছ পলকে,
তাঁর মত প্রশান্ত রহিও জীবন ঝলকে।
কুসুম কাননে গুঞ্জনে চলে অলি দলে,
সৃষ্টিসুখে মাশরাফিরা চলে পলে পলে।
তেমনি জীবন গড়িও সৃষ্টি সুখোল্লাসে,
জীবন তো বাবা জীবনের তরে আসে।

বাবা সব হও মাশরাফির মত টাইগার,
দেশপ্রেমে এমন আত্মউজাড়ী দরকার।
বিরল সব সত্য মানুষের নিত্য নিবেদন,
মানব কল্যাণে খাঁটি পরিপাটি সর্বক্ষণ।
সাধু না সেজে তাঁর মত শুদ্ধ সাধু হও,
দেশের কল্যাণে অবিরত ব্যতিব্যস্ত রও।
ভ্রান্তভয় শুন্য চিত্ত গগণের মত উদার,
তাঁর ব্যাঘ্র প্রত্যয়ী মনোভাব কর সঞ্চার।
তাঁর মত সত্য লোকে যাঁদের নিত্য বাস,
বাবা সব সেসব মনীষীর করিও তালাশ।

রচনাকালঃ ০৯/০২/২০২১ খ্রি.
সময়কালঃ ৭.০০ এএম। ফরিদপুর।

এ সংক্রান্ত আরও সংবাদ