প্রবাসে

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

প্রবাসে

ড. খান মোঃ মনিরুজ্জামান

মোহমায়ার টানে মোরা ধরাকে এত ভালবাসি,
ফিরে যেতে চায়না কেউ এই ধরাধামে আসি।
এ বিশ্বালয়ে এ পাখি সাজ বেলা নীড়ে ফিরে,
স্বজন হারা বিজনে তার বুক ভেসে যায় নীরে।
প্রাণের টানে এই প্রবাসে আমার স্বদেশীর মুখ,
অজানা কারণে হৃদয়ে আনে মধুর শান্তি সুখ।
মায়ার ছলনে এ প্রবাসে সবারে মজাতে চায়,
তারপরও পারেনি থাকতে কেউ এই বসুধায়।

এই খেলা ঘরে মায়ার টানে যার নিকটে যাই,
দু’দিনের সুখ বিলাসে ভাই তার যে কিছু চাই।
এই চাওয়া পাওয়ার মোহের ঘরে মোরা ঘুরি,
বেলাশেষে অবেলায় যাব সবাই আঁধারপুরি।
কেন এত চাওয়া এত পাওয়া জন্ম সংসারে,
এ ঘরানার কিছুনা আমার বুঝেছি বারেবারে।
যার ধন সে ভোগ দখল করে সময়ের স্রোতে,
অনাদী কাল হতে জনমের পরোতে পরোতে।

মায়ার বাঁধনে সৃষ্টিতে কৃষ্টি তারপর অধিকার,
ভালোবাসার বন্ধনে অটুট এই গোটা সংসার।
মর্ম বাঁকের সন্ধ্যাগীতি সবার ভাবনায় আসি,
মোহনার কালস্রোতে সমুদয় ভালবাসাবাসি।
অজানা অধিকারে ভাসাই ছিন্ন পাতার তরী,
মায়ার অলক্ষ্যে প্রবাসে হাসে ব্যথা বিভাভরি।
হাসি-কান্নার নিগঢ়ের কারণ ব্যাকরণেই ধরা,
জোয়ার-ভাটার টানে ছন্দ গানে যুগযুগ সরা।

রচনাকালঃ ২৯/০১/২০২১ খ্রি.
সময়কালঃ ৮.২৪ এএম। ফরিদপুর, বাংলাদেশ।

এ সংক্রান্ত আরও সংবাদ