সময়ের সিঁড়ি বেয়ে

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২১

সময়ের সিঁড়ি বেয়ে

ড. খান মোঃ মনিরুজ্জামান

কারো স্নেহভাজন, কারো শ্রদ্ধাভাজন ভাজনডাঙ্গাতে,
ভালবাসার অন্তরালে হৃদয় কাঁদে আমার আঁখিপাতে।
পল্লীকবি জসীম উদ্দিনের দেশে সে আজ আর নাই,
এই প্রবাশে ক্ষণিকের অতিথি আমি নিজেকে হারাই।
শীত শেষে শীতের পাখিরা বিদেশে থাকেনা কভু আর,
তারপর বাজেনা যে আর ছিন্ন বীণার সেই ভাঙ্গা তার।
ব্যাথার মর্মমুলে আমি নকশী কাঁথার মাঠ ঘুরে আসি,
পিঁয়াজ মাঠে হারিয়েছে রুপাই সাজুর ভালবাসাবাসি।

ভাজনডাঙ্গা হর্টিকালচারের বুড়ো নার্কেল গাছে কয়,
জসীম, কার্তিক, শহীদুল্লাহর পরে শেষে গেল বিজয়।
বন্ধু শোন কবে যেন আবার তোমার যেতে হবে ছাড়ি,
সিঁড়ি ভাঙ্গা এলার্মেই একদিন হবে তোমার বাঁশগাড়ি।
বৈকালী বায় পুষ্প দাম ইশারায় হাসিয়া কহিল মোরে,
সময়ের পানসি বেয়ে কতজনে এলো গেলো চরাচরে।
তোমার পানে চাহিয়া বন্ধু আর জাগিবোনা নিশিদিন,
ফিরিয়া দেখিব যদি তোমার কাছে থাকে আমার ঋণ।

বাসরলতা মনের কথা বলিতে ব্যাকুল হিয়া সযতনে,
দিবানিশি যাবে স্মৃতিতে রবে আমার মনোবাতায়নে।
কুজ্ঝটিকা ভেদিয়া স্বপ্নেরা হাসে মুঠিতলে দিবাকরে,
আবার কালান্তরে চিন্তা সরে মায়া মোহের বালুচরে।
সময়ের পথ সময়ের মত তা যে সৃষ্টি সুখের উল্লাসে।
সিঁড়ি ভেঙ্গে সিঁড়ি পীড়াপীড়ি দিন বদলের বিকাশে।
সময়ের সিঁড়ি বেয়ে আসে এই প্রবাসে বিবস বিকাল,
লেনদেন শেষে স্বদেশে ফেরে সৃষ্টি সব অনিমেষকাল।

রচনাকালঃ ১২/০১/২০২১ খ্রি.
সময়কালঃ ৮.০৬ এএম, ভাজনডাঙ্গা, ফরিদপুর।

এ সংক্রান্ত আরও সংবাদ