ফল সম্রাট ড. মাসুদ

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২১

ফল সম্রাট ড. মাসুদ

ড. খান মোঃ মনিরুজ্জামান

ড. মেহেদী মাসুদ ফল জগতের নন্দিত ফলসম্রাট,
ফল ফুলের এই দেশে মোরা করি তাঁর নান্দিপাট।
ফল প্রযুক্তি প্রসারে এমন বিজ্ঞানী আর নাহি পাই,
কৃষকের হৃদয়ে কৃষকবান্ধব এ মানুষটির বড় ঠাঁই।
প্রখর প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ তাঁর আলোকিত হৃদয়,
প্রদীপ্ত জ্ঞান প্রভা ছড়িয়ে দিক্বিদিক করেছেন জয়।
বিকশিত  কৃষক কল্যাণ কথা তাঁর চিন্তায় নিরন্তর,
এমন দেশ প্রেমিকের কথা বলিতে ব্যাকুল অন্তর।

দেশে আজি প্রচলিত ও অপ্রচলিত ফলের বাহার,
ড. মাসুদের সোনা ফলানো করের জুড়িমেলা ভার।
কমল কৌশলে বৈজ্ঞানিক বিভা বলে তাঁর নিবেদন,
আজকের ফল প্রভাতে ফল জগতে তাঁর বিরাজন।
গাছে গাছে বছর ভরে  ফল বিমল তাঁর বদৌলতে,
ভাবি মনে পুষ্টি পুরণে হারবো না আমরা কোনমতে।
আজ বারমাস মধু মাস মোর ফলবতী বাংলাদেশে,
ফল খাই, বল পাই ফলাঙ্গীর ঢেউয়ে ভেসে ভেসে।

ফল ফসল উন্নয়নে তাঁর দেশে-বিদেশে বহু বিচরণ,
প্রযুক্তি বিস্তারে ধরাধারে বারেবারে তাঁর অকিঞ্চন।
ছোট্ট বিটপে জাম সফলকাম ড. মাসুদের দূরদৃষ্টি,
বারমাস ফলে ফল সরস টসটস বাংলা মা’র কৃষ্টি।
এই বঙ্গের ফল মাখন রুটি জল পরিমল পরিশুদ্ধ,
কৃষির কবি বঙ্গের ছবি সবি তাঁর প্রচেষ্টায় উদ্বুদ্ধ।
আনমনে ফল প্রবর্তনে স্বদেশে মাসুদের কৃত্তিসার,
কৃষির তরে এই বোদ্ধা পন্ডিত দেশে দেশে দরকার।

আটাশুন্য বারাসে কাঁঠালের চাষ মাসুদের অবদান,
দেশ মাতৃকার ফল জগতে অফুরান তাঁর জয়গান।
যুক্তি প্রসারি ধ্বজাধারী বিজ্ঞানী জ্ঞানে দেদীপ্যমান,
কালের কবি কালান্তরের ছবি জগদীশ দৃষ্টান্ত জ্ঞান।
ভাবনার ভাবে মাসুদের স্বভাবে ফল উন্নয়নের কথা,
ফলের সাথেই ড. মাসুদ একই সুত্রে গাঁথা যথা যথা।
পরশ জিয়ানের বিহানের রবি আঁধার ঠেলিয়া আসে,
ফল বঙ্গের ধ্রুবতারা মাসুদ ফল ফলালির আকাশে।

রচনাকালঃ ০৭/০১/২০২১ খ্রি.
সময়কালঃ ৭.৫০ এএম, ফরিদপুর, বাংলাদেশ।

এ সংক্রান্ত আরও সংবাদ