বৃক্ষ প্রেমিক ছেলে

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

বৃক্ষ প্রেমিক ছেলে

-ড. খান মোঃ মনিরুজ্জামান

বৃক্ষপ্রেমিক ছেলে আমার গাছ লাগানো পছন্দ করে,
সুশোভিত বৃক্ষরাজী তো শান্তির নিশ্চয়তা চরাচরে।
বৃক্ষ তো প্রাণীকুলের লাগি খাদ্য উৎপাদনের আঁধার,
জীবশক্তি সঞ্চালনে অভিনব কায়দা বিশ্ব বিধাতার।
খাদ্য উৎপাদন ও গ্রহণ কলাকৌশল কারখানা সার,
নীতি সমৃদ্ধ পুরক প্রক্রিয়ায় চলে এ জগত সংসার।
আজিকার শিশু গড়িবে ধরিত্রি এ তার নমাুনা জানি,
গাছ লাগানো, স্বপ্ন লাগানো সুখের আকরে তা মানি।

গড়িছে যিশু, গড়ে শিশু অমিয় শান্তির অক্ষর বুননে,
আমার ছেলের বৃক্ষ রোপনে বসে ভাবি মনে বিজনে।
এই শিশু তোমার আমার ভাবি শান্তি সুখের বার্তাবহ,
পঁচা অতীত ঠেলে আগামী সমৃদ্ধি শৌর্যের কথা কহ।
শিশু বাড়ে, গাছ বাড়ে, আমার স্বদেশ বাড়ে উন্নয়নে,
ললিত সম্ভাবনা উন্মোচিত বুঝি দখিনা মলয় পবনে।
ভরা ভাদরে জাগানিয়া স্বপ্ন আসিবে তার মুঠিতলে,
আজকের এ শিশু চলে ঐ বাসনার বার্তা বলে বলে।

একাত্তরে  রোপিত বৃক্ষে ধরে আছে মিষ্টি মধুর ফুল,
প্রভাত রবির করে সেই ফুলের অমিয় খুশবু নির্ভুল।
প্রেম কাতুরে বৃক্ষরাজি ঐ নিগুঢ় প্রেমের কথা কয়,
জীব প্রেমের এমন হদিস এই শিশু পেয়েছে নিশ্চয়।
তার আবাসের যোগ্য পৃথিবী গড়িছে শিশু আনমনে,
বিশ্ব বিবেকের দায় মেটাতে শিশুর বোধদয় ভূবনে।
সরস শিশু প্রেমে সিক্ত স্বদেশ আমার এই তীর্থভুমি,
নিজেকে বিলিয়ে তব কল্যাণে মা তোমার চরণচুমি।

রচনাকালঃ ০৫/০১/২০২১ খ্রি.
সময়কালঃ ৫.৩০ এএম। ফরিদপুর।

এ সংক্রান্ত আরও সংবাদ