গমনাগমন

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

গমনাগমন

ড. খান মোঃ মনিরুজ্জামান

দুইটা বছরের সন্ধিকালে আমি,
একটি গত, আরেকটি আগামী।
বিগতটি কালের গর্ভ হতে আসি,
কালগর্ভে গিয়ে হল যে সে প্রবাসী।

অখন্ড হতে খন্ডায়ন করি সবাই,
৩৬৫ দিনে গুণে বর্ষ হিসাব পাই।
সূর্য্যের আসা-যাওয়া হিসাবে ধরি,
স্থান, কাল ও গতি বিবেচনা করি।

কাল সংক্রান্ত ইকুয়েশন রকমারি,
শুন্যসময় সাপেক্ষে গতি পরিহরি।
সময় অসীম হলে পাই শুন্য গতি,
শুন্যতেই পূর্ণ, পূর্ণতেই শুন্য, ইতি।

মহাকালের বিগতকাল পরিসীমা,
কালের গুণে জীবনের যত বীমা।
কালের কবি কালেই হিসাব করি,
কালখেয়ায় চলে তাঁর কর্মপশারী।

খন্ড কাল যোগেই অখন্ড জীবন,
তরঙ্গ আরম্ভ, তরঙ্গ শেষ যেমন।
মানুষ আসে, মানুষ যায় এ ধরায়,
স্মৃতিই কালের খেয়ায় কথা কয়।

কালের প্রেম, কালের সাক্ষী রয়,
বছর যোগে যুগে যুগে ফিরে চায়।
যার শুরু, তাঁরই শেষ – আছে যত,
অতীত-বর্তমান-ভবিষ্যত অবিরত।

সময় বাদে হয়কি কিছু, বলরে ভাই?
সময়ের সাধন ঠিক সময় করা চাই।
সময় সাপেক্ষ কর্মযজ্ঞে যে মহিয়ান,
সময়ে পৃথিবী গাহে তারই গুণগান।

বিগতকালের রচনা গাঁথা মোরা গাহি,
বেদনার পঁচা অতীত আর নাহি চাহি।
কালোর্জিত জ্ঞান সবার পাথেয় সার,
মসৃণ পথচলায় দুরিভুত হোক আঁধার।

বছর গেল, হ্রাস পেল জীব কালাকাল,
সকাল পরে আবার আসে যে বিকাল।
সখের জীবন দোলে সময়ের ব্যবহার,
মানব কল্যাণে জীবন অতীব সুন্দর।

এ সংক্রান্ত আরও সংবাদ