বন্ধু

প্রকাশিত: ৯:২৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২০

বন্ধু

ড. খান মোঃ মনিরুজ্জামান

বন্ধু মানে তো অক্সিজেন জীবনে,
সুখে দুখে তাকে সবার পড়ে মনে।
বন্ধু মানে কথার ঝাঁপি শোনা স্থল,
বন্ধু তো আপনার মত অবিকল।
বন্ধু শিক্ষক, কখনো দুষ্টুমীর সঙ্গী,
খায়েস পুরণে এক আমুদে ভঙ্গি।
বন্ধু মানে তো বাঁধ ভাঙা উচ্ছ্বাস,
স্বকীয় স্বভাবে আপনার তালাশ।
বন্ধুত্ব মানে নিত্য বিশ্বাস অবিচল,
পরস্পরিক সহযোগিতা পরিমল।
বন্ধুত্ব মানে বিপদে সামনে আসা,
কষ্ট কঠিন বিতাড়নের পরিভাষা।
বন্ধু ডোমেনে সবার জীবন সার,
শান্তি সুখের এক অমিয় আঁধার।
বন্ধু মানে সজ্ঞা বিহীন সুধাসজ্ঞা,
যেমন বঙ্গে প্রবাহি প্রিয় নবগঙ্গা।
বন্ধু প্রীতি তো গভীরতা অতলান্ত,
উচ্ছ্বসিত তরঙ্গের নিগঢ়ে প্রশান্ত।
বন্ধু মানে আঁধারে আশার আলো,
জীবনে তার মত নেই আর ভাল।
বন্ধু মানে হরিহর আত্মা বিকশিত,
বন্ধুর তরে চরাচরে বন্ধু নিবেদিত।
বন্ধু ভূবনে আনমনে তব সুখবাস,
নিকুঞ্জ প্রেমের অমিয় অভিলাষ।
আবার সাজা বন্ধু, বন্ধুর অন্তরায়,
বন্ধু বিনাশী বন্ধু নিন্দিত বসুধায়।

রচনাকালঃ ২৮/১২/২০২০ খ্রি.
সময়কালঃ ৭.৫৬ এএম।

এ সংক্রান্ত আরও সংবাদ