তালাশ

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০২০

তালাশ

ড. খান মোঃ মনিরুজ্জামান

হৃদয়ের গহীন গোপনে যার ঠাঁই,
তাঁর মত স্বজন খুঁজে নাহি পাই।
কবেকার চিরচেনা আমার তাঁরে,
এই হৃদয় তাঁরে ভুলিতে না পারে।
অথচ সে মোর বহু যোজন দুরে,
পাইনি তাঁরে মোর চিরচেনা সুরে।

নিত্য গোরে কথা বলে হেসে হেসে,
বাসনার সে ভালবাসা বেসে বেসে।
বিভোর যতনে ভবে মতি মেলে যার,
জনমে তাঁর কি আর কহ দরকার?
আঁধারে যাঁর দেহমনে আলো জ্বলে,
সেযে সত্য প্রেমের নিত্য কথা বলে।

হরবোলা পাখির হরেক বুলির ঢালে,
কি কথা তাঁর কথা কথার অন্তরালে?
কথা দিয়ে আমি কথার মালা গাঁথি,
খুঁজে পাইনি তাঁরে করে পাতিপাতি।
অসার জীবন আর মিছে জনম সার,
ভুলজীবনের মানে শুন্যে একাকার।

ঠাঁই দিয়ে ভবে ঠাঁই তালাশী তাঁরে,
এমনি করে বহু যুগ যুগ গেল সরে।
বহুদুর খুঁজে ক্লান্ত এই আমি ভবে,
অবুঝ খুঁজাতে নাখুঁজার চিহ্ন রবে।
নাবুঝে বুঝার কি আছে কেরামতি?
দেখে না দেখার কিযে প্রকট ক্ষতি।

অচেনা গাঙকূলে ভুলে বসে আছি,
কাছে নেই রহিয়া তাঁর কাছাকাছি।
মোদের ডাকাডাকি ঠিক বারেবারে,
ডাকিয়া সঠিক ডাকিনী যেন তাঁরে।
আমারে হারায়ে আমি যে দিশেহারা,
জীবনে রয়ে বুঝিনি জীবনের ধারা।

রচনাকালঃ ০১/১২/২০২০ খ্রি.
সময়কালঃ ৬.১২ এএম।

এ সংক্রান্ত আরও সংবাদ