বিটপ প্রেম

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২০

বিটপ প্রেম

ড. খান মোঃ মনিরুজ্জামান

লাইলী মজনু ফুুলে পাই তাঁর প্রেমের পরিচয়,
হর্টিকালচার, কাশিয়ানী সে প্রেমের কথা কয়।
প্রেম পারিজাত পরশে তাঁর প্রেম কাননে ঠাঁই,
প্রেমপিয়াসী ঐ পরানে তাঁর  প্রেমের অন্ত নাই।
নামজানা ফুলের অন্তরালে কি যেন কি আছে,
নিগুঢ় প্রেমের তত্ত্বকথা জেনেছি ফুলের কাছে।
এমন প্রেমে সুবাসিত প্রেমিক আমিনুলের মন,
এযে তাঁর পরশ প্রেমের এই সরস উপস্থাপন।

এমনি করে বৃক্ষপ্রেমে যার মজে গেছে দেহমন,
প্রেম কাননে না জানি তাঁর প্রেম পিরিতি কেমন।
রকমারি ফল ফুলে সুশোভিত এই হর্টিকালচার,
বিজ্ঞান ও কলার সুসমন্বয় তাঁর এগ্রিকালচার।
পরিণত প্রেমের বহিঃপ্রকাশে সেই প্রেমিক বর,
ফুল ফুটায়ে কুসুম কানন হইছে আজি বালুচর।
তাঁর রুচি প্রেমে সুচি কত নাম নাজানা ফুলকলি,
লাইলী মজনু প্রেমের তলে অতল প্রেম না বলি।

প্রেম কাতুরে পোক্ত প্রেমে ভক্ত সে প্রেমিকজনা,
প্রেমে বুঝে প্রেম ধরাধামে বিটপ প্রেমে আনমনা।
বৃক্ষ কুলে কথা বলে তাঁর সাথে একাকী নিরালে,
এমন প্রেমিকের ইতিকথা কবে ভবে কালেকালে।
লাভ লাভ ফুলের অন্তরালে বলে তাঁরে চুপিসারে,
ভালবাসাতেই ভালবাসা ফলে হৃদয়ে বারেবারে।
সৃষ্টি মাঝারে এমনি করে বিটপে ভালবাসলে পরে,
প্রেমপিয়াসী বিটপকুলে কথা যে বলে যতন ভরে।

রচনাকালঃ ৩০/১১/২০২০ খ্রি.
সময়কালঃ ৬.৩৮ এএম।

এ সংক্রান্ত আরও সংবাদ