কালীগঞ্জে ওমর আলী হত্যাকাণ্ডের সাথে জড়িত মা-ছেলে গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

কালীগঞ্জে ওমর আলী হত্যাকাণ্ডের  সাথে জড়িত মা-ছেলে গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, কালীগঞ্জ ॥
ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী হত্যাকাণ্ডের সাথে জড়িত মা-ছেলে দু’আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার মোল্লাডাঙ্গা গ্রাম থেকে পালিয়ে যাবার সময় পুলিশ তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, মোল্লাডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে আল মামুন (২০) ও তার স্ত্রী জহুরা খাতুন (৫০)।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, গত সোমবার (২৯ জুন) বিকেলে জমি নিয়ে বিরোধের জের ধরে নিহত ওমর আলীর সাথে তার চাচাতো ভাই আল আমিন ও আল মামুনের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে তারা লাঠি দিয়ে ওমর আলীকে মারাতœকভাবে আহত করে।
যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সে মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা মোল্লাডাঙ্গা গ্রামের শফিয়ার রহমান বাদি হয়ে ৪ জনকে আসামি করে ৩০ জুন দিনগত রাতে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং-১। তারিখ-০১/০৭/২০২০। মামলার পর পুলিশ বুধবার ভোর রাতে উপরোক্ত দু’আসামিকে গ্রেপ্তার করে। আসামিদের দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ