কালীগঞ্জে বেদে সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ করলেন ওসি

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩

কালীগঞ্জে বেদে সম্প্রদায়ের মাঝে  কম্বল বিতরণ করলেন ওসি

স্টাফ রিপোর্টার ॥
ঝিনাইদহের কালীগঞ্জ সমাজের পিছিয়ে পড়া অসহায় বেদে সম্প্রদায়ের মাঝে ৭শ কম্বল বিতরণ করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা। শুক্রবার দুপুরে পৌরসভার কাশিপুর ও বারবাজারের বাদেডিহি মদিনা পাড়ার বেদে সম্প্রদায়ের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম (বার),পিপিএম (বার) এর সহযোগিতায় কাশিপুরে ৪শ ও বাদেডিহি গ্রামে ৩শ কম্বলগুলি বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ওসি আব্দুর রহিম মোল্ল্যা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতেই উত্তরণ ফাউন্ডেশন নামে একটি স্বেচ্চাসেবী সংগঠন এমন মানবিক কাজ করছে ধারাবাহিকভাবে । তিনি অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান স্যারকে একজন মানবিক পুলিশ কর্মকর্তা আখ্যায়িত করেন। তিনি আরও বলেন, তার সার্বিক ব্যাবস্থাপনায় এই সংগঠনটি সারা দেশের অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে। একাজে তিনি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহব্বান জানান। অনুষ্ঠানে থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ