অতিবর্ষনে কোটচাঁদপুরের রাস্তার বেহাল দশা

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৭

অতিবর্ষনে কোটচাঁদপুরের রাস্তার বেহাল দশা

কোটচাঁদপুর // হাজারো সমস্যায় জর্জরিত ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার রাস্তাগুলো। চরম জনদুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা। রাস্তাগুলো করুন হাল। অতিবর্ষনে কোটচাঁদপুর কাঁচারাস্তা সহ হেরিং ও সোলিং রাস্তাগুলো খোঁদ পাষান্ডের ও দেখল চোঁখে পানি অাসবে। সবজি উৎপাদিত হয় দক্ষিনবঙ্গের ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা প্রথম সাড়িতে। সেখানে রাস্তাগুলো করুন হাল। যে কারনে কৃষকরা তাদের ন্যায্য মুল্য পাচ্ছে না। বর্ষা মৌসুমে নাজুক অবস্হা। যাদের দেখভাল এর কথা তাঁরা অাছেন খোদ অামদেদ দে। জেনে ও না জানার ভান করছেন। ফলে জনদুর্ভোগ শীর্ষে কোটচাঁদপুর অাপামর জনতা।

 

এদিকে ২০ সেপ্টেম্বর -২০১৭ বুধবার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার চারন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোছাঃ নাজমা খাতুন উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তাগুলো পরিদর্শন করেন। তিনি জানান তাঁর সাধ্যমতে রাস্তাগুলো সংস্কারের অাশু পদক্ষেপ নেওয়া হবে। নানান সমস্যা রয়েছে বলে তিনি জানান। এছাড়াও কোটচাঁদপুর উপজেলার কর্মপ্রিয়াসী ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোছাঃ নাজমা খাতুন উপজেলার বিভিন্ন গ্রামের অার্সেনিক মুক্ত গভীর নলকুপ পরিদর্শন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ