স্থানীয় সাংবাদিক হতে হলে….

প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৮

Abdur Rahman Milton

 

স্থানীয় সাংবাদিক হতে হলে….

স্থানীয় সাংবাদিকদের কিছু যোগ্যতা থাকা প্রয়োজন যেমন: কোনটি খবর তা বুঝার ক্ষমতা, অনুসন্ধিৎসু মন, প্রখর বিশ্লেষণ ক্ষমতা, প্রচুর যোগাযোগ, নিজস্ব সোর্স তৈরী এবং তাদের সাথে সদ্ভাব বজায় রাখার ক্ষমতা, ভাষার উপর দখল ও সততা ।

স্থানীয় সাংবাদিকেরা দু’ভাবে গণমাধ্যমে কাজ করেন। কেউ কাজ করেন স্থানীয় বা আঞ্চলিক পত্রিকায়, আবার কেউ কাজ করেন জাতীয় বা আঞ্চলিক পর্যায়ের সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার ব্যুরো অফিসের স্টাফ অথবা স্থানীয় প্রতিনিধি হিসাবে। স্থানীয় পর্যায়ে যারা সাংবাদিকতা করেন তাদের প্রায় সবাই সংশ্রিষ্ট এলাকায় পরিচিত মুখ। স্থানীয় পর্যায়ে ঘটে যাওয়া ঘটনার সংবাদ পাওয়ার ক্ষেত্রে তারাই বেশী সুবিধা ভোগ করেন । প্রতিবেদনে উপস্থাপিত পক্ষের সাথে তাদের সামাজিক যোগাযোগ থাকাই স্বাভাবিক ।

তাই এ ধরনের যোগাযোগ বজায় রেখে সাংবাদিকতা করা তাদের জন্য কোনও কোনও সময় কঠিন হয়ে পড়ে এবং এক্ষেত্রে সংশ্রিষ্টপক্ষ সাংবাদিকদের প্রতি সন্তুষ্ট নাও থাকতে পারে। তখন সাংবাদিক কে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উৎসাহিত করতে সংশ্রিষ্ট প্রতিষ্ঠান কে তার কর্মীদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা দেখা দেয়।