গলা ফাটিয়ে কলাম,,,ওরে চলে আসেচে

প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ২১, ২০১৭

গলা ফাটিয়ে কলাম,,,ওরে চলে আসেচে

Gaous Gorky

বাড়ীর উটোনে বসে আংগুলির ডগায় গুটিটা নিয়ে মারতিই কনতে যেন দমকা বাতাস গায়ে আইসে লাইগলো, প্যাচতারের আকাশের দিকি তাকাতিই মনডা আনানদে ন্যাচে উইটলো।গুটি খ্যালা বাদ দিয়ে সগগোলি বাড়ীর উটোনে দৌড়াতে লাগলাম আর গলা ফাটিয়ে কলাম,,,ওরে চলে আসেচে।সগগেলি যার যার ধামা,থলে নিয়ে চলে আয়।আকাশ তকন আরু কাল হয়েচে,,দমকা বাতাস তকন ঝড় হয়ে গিয়েচে।খানিকপর সগগোলি আসলি,,ঝড়ের মোদ্দি দৌড় দিতাম আম বাগানে আম খুটতি।ছোট খালা,মামা,ভাই বোইন আর প্যাড়াতো বুইন মিলে আম কুড়াতাম।বেশি মজা হইতো রাততির ব্যালা ঝড় আসলি।

টচ,হারিকেন নিয়ে আর মাথায় ধামা বসিয়ে আম কুড়াতি যাতাম।আনদারে কিচুই দেকা য্যাতনা,,শুদু ডুপ কইরে শবদো হলিই সগগোলি চুটে যাতাম একই আমের কাচে।

এরামই এক রাততিতে একদিন আম কুড়োতি যায়ে,, তার সাথে মাথায় ঠুকোঠুকি,একই আম নিয়ে হ্যাড়াহ্যাড়ি,আনদারে হাত ছুয়াছুয়ি,,,,,,,,,,,আজ আর আম কুড়াতি হয়না,টাকা দিলিই কিনতি পাওয়া যায়।কুড়োনো আম খাতি যে মজা তা কি আর কিনে খ্যায়ে পায়া যায়,,,