৫ দিনেও খোঁজ মেলেনি কোটচাঁদপুর থেকে তুলে নিয়ে যাওয়া ছাত্রের

প্রকাশিত: ৩:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭

৫ দিনেও খোঁজ মেলেনি কোটচাঁদপুর থেকে তুলে নিয়ে যাওয়া ছাত্রের

৫ দিনেও সন্ধ্যান মেলেনি কোটচাঁদপুর থেকে তুলে নিয়ে যাওয়া কলেজ পড়ুয়া ছাত্র মাসুদুর রহমানের। গত বৃস্পতিবার বিকালে স্থানীয় হরিনদীয়া মাদরাসা পাড়া থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এদিকে ছেলেকে না পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর মা। উপজেলার হরিনদীয়া মাদরাসা পাড়ার মমিনুল ইসলামের ছেলে মাসুদুর রহমান। সে কোটচাঁদপুর সরকারী ডিগ্রী কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিল। গত বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে তাকে কালো মাইক্রোযোগে এসে তিন জন ব্যক্তি তুলে নিয়ে গেছেন। যার নাম্বার ছিল ঢাকা মেট্্েরা-ঘ-১৩-৭৭৬৯। এ ছাড়া ওই গাড়িটিতে গ্রামীন ফোনের পোস্টার লাগানো ছিল।

এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। যার নম্বর-৪৮২,তারিখ-১৩-১০-১৭। এ ব্যাপারে  কথা হয় মাসুদের ভাই হাবিবুর রহমানের সাথে তিনি বলেন,আজ ৫ দিন হয়ে গেল আমার ভাইয়ের কোন সন্ধ্যান মেলেনি। রবিবার বাসাতে পুলিশের লোকজন এসেছিল। তারা আমাদের কাছে জানতে চাইল কোন খোজ পেয়েছি কিনা। বিষয়টি নিয়ে হাবিবুরের সাথে কথা বলার সময় ঘর থেকে ছুটে আসেন মাসুদের মা। তিনি কথা বলতে পারছেনা। ইশারায় বলতে চেষ্টা করল তার ছেলের কোন খোজ আছে কিনা। এরপর অচেতন হয়ে পড়েন তিনি। এ ব্যাপারে হাবিবুর বলেন বৃহস্পতিবার থেকে মা এমন হয়ে গেছে। এ ব্যাপারে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, আজ পর্যন্ত কোন সন্ধ্যান পাওয়া যায়নি। তবে বিষয়টি বাংলাদেশের প্রতিটি থানায় মেসেজ করে জানানো হয়েছে। এ দিকে খোজাখুজি অব্যহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ