রেলপথের দাবিতে উত্তাল ঝিনাইদহ

প্রকাশিত: ২:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০১৭

রেলপথের দাবিতে উত্তাল ঝিনাইদহ

রেল লাইন স্থাপনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ঝিনাইদহ। দিন দিন দাবির প্রতি সুস্পষ্ট সমর্থন জানাচ্ছে মানুষ। তীব্র থেকে তীব্রতর হচ্ছে আন্দোলন। যেন সব প্রাণের স্পন্দন মিলছে এক মোহনায়। ইতিমধ্যে জেলার সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে রেলপথ বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। তাদের নেতৃত্বে বেগবান হচ্ছে এই আন্দোলন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে ঝিনাইদহে রেলপথ স্থাপন নিয়ে। সরকারের পক্ষ থেকে ঘোষণা না দেয়া পর্যন্ত দুর্বার গতিতে এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। নানা পেশায় জড়িত নাগরিক সমাজের প্রতিনিধিরা রেলপথের দাবিতে জনমত গঠন করে চলেছেন। সর্বত্রই চলছে সভা সমাবেশ, গণস্বাক্ষর ও মানববন্ধন। সরকারি ও বিরোধী দলের নেতারাও রেলপথের দাবিকে সমর্থন দিয়ে যাচ্ছেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু রেলপথ বাস্তবায়ন কমিটির নেয়া কর্মসূচিতে অংশ নিয়ে দাবির প্রতি সমর্থন জানাচ্ছেন। তিনি মানববন্ধন কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। সরকারের উচ্চ পর্যায়ে তিনি রেলপথের বিষয়টি নিয়ে আলাপ করবেন বলেও আশ্বাস দিয়েছেন। ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক জানিয়েছেন, রেলপথের দাবিতে নেয়া কর্মসূচিতে তাদের সমর্থন রয়েছে এবং দলীয় নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। রেলপথ বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ফজলুর রহমান খুররম, যুগ্ম আহ্বায়ক মনোয়ারুল হক লাল, শান্ত জোয়ার্দ্দার ও সংগ্রাম কমিটির আহ্বায়ক খোন্দকার হাফিজ ফারুক বিভিন্ন সংগঠনের নেয়া মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে সাহস যোগাচ্ছেন। এই দাবি নিয়ে তারা নিজেরাও রাজপথে নেমেছেন। ঢাকা ও প্রবাসী বাংলাদেশিরাও নানা প্রান্তে ঝিনাইদহ শহরে রেলপথের দাবিতে আন্দোলন করছেন। ঝিনাইদহ প্রেস ক্লাব ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা রেলপথের প্রয়োজনীয়তা তুলে ধরে কলম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এদিকে গতকাল ঝিনাইদহে রেল লাইন সংযোগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য রাখেন কিন্ডার গার্টেন এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফা চঞ্চল, এম এ জলিল, ইবতেদায়ী মাদরাসা সমিতি আনোয়ার হোসেন ও স্বাধীনতা শিক্ষক পরিষদের শরিফুল ইসলাম। রেলপথ বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ফজলুর রহমান খুররম, যুগ্ম আহ্বায়ক মনোয়ারুল হক লাল, শান্ত জোয়ার্দ্দার ও সংগ্রাম কমিটির আহ্বায়ক খোন্দকার হাফিজ ফারুকও এই কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বক্তারা, পদ্মাসেতু থেকে ঝিনাইদহের ওপর দিয়ে মেহেরপুর বা যশোরে রেলপথ স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান। উল্লেখ্য, মাগুরা জেলাকে রেলপথের আওতায় আনা হলেও ঝিনাইদহ জেলা শহরকে এখনো রেলপথের আওতায় আনার কোনো প্রতিশ্রুতি মেলেনি। ফলে জেলাবাসী দীর্ঘদিন ধরে এই আন্দোলন করলেও এখন তা জনদাবিতে পরিণত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ