করোনায় সেবা

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০

করোনায় সেবা

ড. খান মোঃ মনিরুজ্জামান

করোনার ধারাবাহিক ধারনার ধারাপাতে,
রুগীর মৃত্যু চিন্তা খাবি খায় রাতবিরাতে।
রুগী ভাবে এই বুঝি তার জনম হল সারা,
বিগত উদাহরণে বহু সংখ্যায় গেছে মারা।
না জানলে কিছুনাকিছু এমন ভাবে সারে,
টেনশন রয়না করোনা যদি যায় আঁধারে।
জানলে টেনশন রহিয়া রহিয়া গ্রাস করে,
করোনার চেয়ে টেনশনে বেশি মানুষ মরে।

করোনার চেয়ে টেনশনের বেশি ভিরুলেন্স,
একমত ঢাকা, দীল্লী, চীন, জাপান, এথেন্স।
মোর করোনা পজিটিভ রিপোর্টে চিন্তা করি,
কত কথা, কত ব্যথা, মরার পুর্বে যেন মরি।
ভাবনায় কখন যেন আমার শ্বাসকষ্ট পায়,
তাহলে কি আর থাকা যাবেনা এই বসুধায়।
আবার ভাবি মা, স্ত্রী-পুত্র, ভাইবোনদের কথা,
আত্মীয়, অনাত্মীয় বহু স্মৃতিগাঁথা যথা যথা।

দিনে দিনে সবার সনে মায়াজালে মাখামাখি,
স্বজনহারা হয়ে কোথা গিয়ে হবে থাকাথাকি?
মোর ছোট ছেলে দুটি পিতৃস্নেহ পাবেনা আর,
ওদের মাও করোনা আক্রান্ত ভাবি বারেবার।
কূলভাঙ্গা তটিনী বাড়ি ভেঙ্গে করে বাস্ত্তুহারা,
মনভাঙ্গা শিশুমন অনলে জ্বলে জারাজারা।
হায়রে মানুষ, হায়রে পৃথ্বী! নিছক মায়াজাল,
কালস্রোতে কখন যে আসে কারো কষ্টকাল।

ভাবনা ভাবনা বাড়ায় নিঃসঙ্গ একাকী বাসে,
এমনি করে কষ্টকাল যেন বহুকাল হাহুতাশে।
এতসব টেনশন বড় ক্ষতির কারণ করোনায়,
জীবাণু করোনার ক্ষতি এতবেশী নাহি যায়।
গত উদাহরণ মনে আসি পাকায় জটাজাল,
বাঘ বিহীন বনে বাঘে চাটে এই রুগীর গাল।
ডাক্তারী চিকিৎসার সাথে দরকারি মনোবল,
অটুট মনোবলে সবার ঢের ভাল ফলাফল।

মনোবল শেষ তো সব শেষ এ করোনা কালে,
টেনশন ফেলে করোনা রুগীকে মরণ জালে।
পরিবার পরিজন কাছে থেকে সাহস সঞ্চারী,
করোনা রুগীর এটাই সঠিক ওষুধ দরকারি।
অবজ্ঞায় করোনা রুগীর আঁধারে অমানিশা,
দিশেহারা হালবিহীন নাবিকের মিলেনা দিশা।
কে কত নিষ্ঠুর বুঝা যায় কারো করোনা হলে,
রুগী ভালো হয় বহুলাংশে ভালবাসার ফলে।

রুগীর সাবধানী সেবায় ক্ষতি নেই যে তার,
মানসিক বলে ফল ফলে বেজায় চমৎকার।
মানব কল্যাণে সার্থক মানুষ বিশ্ব চরাচরে।
মনুষ্যত্ব বিহীন মানুষ তো মরার আগে মরে।
সুস্থ মানুষ যদি মরে মরার ঢের বেশি আগে,
সে মানুষকে মানুষ বলতে মনে নাহি জাগে।
শত শত আর্ত মুখিয়ে তোমার সাহায্য চেয়ে,
ক্ষতি নেই ভাল থাকলে তোমার পরশ পেয়ে।

রচনাকালঃ ৩১/১০/২০২০ খ্রি.
সময়কালঃ ১১.০০ পিএম, বারাসিয়া, মাগুরা।

এ সংক্রান্ত আরও সংবাদ