শ্রীজ্ঞান প্রণব মুখার্জি

প্রকাশিত: ৯:০৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০

শ্রীজ্ঞান প্রণব মুখার্জি

ড. খান মোঃ মনিরুজ্জামান

আগের খেয়ায় চলে গেলেন প্রণব মুখোপাধ্যায়,
সফল ব্যাবসা সাধি তাঁর জীবনের এক অধ্যায়।
বেসাতি ভরা পানসি রেখে গেলেন শ্রীজ্ঞান প্রণব,
সব দিয়ে গেলেন নিয়ে মুখার্জী তাঁর মৃত্যুহীন শব।
রাজনৈতিক আকাশের ধ্রুব জ্যোতি সুপ্রিয় প্রণব,
ভারতের ইতিহাসে রবে তাঁর নিত্য নীরব কলরব।
রাজনীতির খেলায় তাঁর নৈপুণ্য জানে ভাল সবে,
বাঙ্গালী বাবু প্রণবের এ বদান্যতা চির ভাস্বর রবে।

বহুমুখী অঙ্গনে বাবুর প্রজ্ঞাদীপ্ত  তেজস্বী বিচরণ,
যেখানে যেমন সেখানে তাঁর আচরণ ঠিক তেমন।
শিক্ষকতা, সাংবাদিকতা, সাহিত্য আরও কতকিছু,
বাঙ্গালী প্রণব চলেছে, সব চলেছে তাঁর পিছুপিছু।
নিখিল ভারত বঙ্গ সাহিত্যে তাঁর পান্ডিত্য প্রখরতা,
‘দেশের ডাক’ পত্রিকায় তাঁর কতনা বেশ কথকতা।
সাহিত্য সরসে সিক্ত করি রাজনীতির বিশাল মাঠ,
ইতিহাস সত্য প্রিয় প্রণব ভারতের রাষ্ট্রপতি বিরাট।

যোগ্যতমের সম্মানে যোগ্য সৃষ্টি হয় সৃষ্টির উল্লাসে,
ইতিহাসের ইতিকথায় তা সাক্ষ্য দেয় ভারতবিলাসে।
অসামান্য প্রজ্ঞার অধিকারী প্রণবের বহুত অবদান,
অসামরিক ভারতরত্ন তাঁকে পেয়ে সম্মানিত মহান।
পদ্মবিভূষণের ভাগ্য শ্রীজ্ঞান প্রণবের স্পর্শ পেয়ে,
ইউরোমানি ধন্য এমন গুণীর শ্রেষ্ঠত্বের গান গেয়ে।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা জামাই বাবুর সম্মান,
বাংলাদেশ গাহে এমন সুহৃদ বন্ধুর প্রীতি জয়গান।

প্রেমপিয়াসী বাবু পুণ্য প্রেমের এক নীরব উপাখ্যান,
পারিজাত পত্নীপ্রেমে তাঁরে আজ মোরা করি সম্মান।
অফিস গমণের প্রাক্কালে পত্নী ললাটে চুম্বন রাখিয়া,
রংধনুর রং ছানি রাঙিতেন বাবু তাঁর হৃদয়ে মাখিয়া।
নড়াইলের শুভ্রা দেবী তো আসলেই ভাগ্যদেবী তুল্য,
প্রেম দিয়ে সে বুঝিয়েছে প্রেম পারিজাতের কি মুল্য।
আবার বাঙালি প্রেমে দোসর মনে খুঁজে ফিরি তাঁরে,
হৃদয় গগণে প্রেমের বাঁধনে ফিরে আসে বারেবারে।

রচনাকালঃ ০২/০৯/২০২০ খ্রি.
সময়কালঃ ৬.২৩ এএম।

এ সংক্রান্ত আরও সংবাদ