হোম কোয়ারেন্টাইন না মানায় ঝিনাইদহে ৩ প্রবাসীকে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০

হোম কোয়ারেন্টাইন না মানায় ঝিনাইদহে ৩ প্রবাসীকে ৩৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুর, কোটচাদপুর ও সদর উপজেলায় হোম কোয়ারেন্টাইন না মানায় ৩ প্রবাসীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার মহেশপুর উপজেলায় কৃষ্ণচন্দ্রপুর গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীকে ১০ হাজার টাকা, কোটচাদপুর উপজেলার সলেমানপুর দাসপাড়ার সিঙ্গাপুর প্রবাসী মিন্টু হোসনেকে ২০ হাজার টাকা এবং বুধবার রাতে ঝিনাইদহ শহরের আরাপপুর পূর্বপাড়ায় সিঙ্গাপুর প্রবাসী আসলাম হোসেনকে ৫ হাজার টাকা।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সরকারি নির্দেশ অমান্য করে হোম কোয়ারেন্ট এ না থাকায় মহেশপুর উপজেলার কৃষ্ণচচন্দ্রপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসীকে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ১০ হাজার টাকা জরিমানা করেন। গত ১৬ মার্চ সে মালয়েশিয়া থেকে বাড়ি ফিরেছে। এদিকে কোটচাদপুর উপজেলার সলেমানপুর গ্রামে সিঙ্গাপুর প্রবাসী মনিরুদ্দিনের ছেলে মিন্টু হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন কোটচাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। এছাড়াও বৃহষ্পতিবার রাত ঝিনাইদহ শহরের আরাপপুরে সিঙ্গাপুর প্রবাসী আসলাম হোসেন ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এ সংক্রান্ত আরও সংবাদ