শৈলকুপার ইউএনও মহোদয়কে খোলাচিঠি

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০১৭

শৈলকুপার ইউএনও মহোদয়কে খোলাচিঠি
মো. শাহিদুজ্জামান ‘মিলু’

শ্রদ্ধাভাজন ইউএনও মহোদয়,
শ্রদ্ধাপূর্ণ সালাম ও শুভেচ্ছা নিবেন। অাপনার সাথে অামার ব্যক্তিগত কোনো অালাপচারিতা হয়নি, অামি অাপনাকে চিনিও না, দেখারও কোনো প্রশ্নই ওঠেনা, তবুও অামি অাজ অাপনাকে জেনেছি, চিনেছি এবং খানিকটা বুঝেছিও বটে।


অামি অাপনার উপজেলার একজন সাধারণ নাগরিক, পেশায় একটা বেসরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক। এবার ইদে বাড়ি গিয়ে শুনলাম, এখন অার স্কুল-কলেজের শিক্ষকরা প্রাইভেট পড়ায় না, সময়মতো সব স্কুল খোলা থাকে। সন্তান মায়ের পা ধরে ক্ষমা চেয়ে মিলে মিশে থাকে পরিবারের সাথে, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ মিটে যায়। বাল্য বিয়ে অাটকে যাই, মাদক নির্মূলে অভিযান চলে।
প্রথম একটু হোঁচট খেলেও পরে সামলে নিয়েছি যে, ব্যাপারটি অাসলেই সত্য। অামি বিশ্বাস করি, একজন সত্যিকার মানুষই একটি সমাজকে বদলে দিতে পারে। অামি ভাবতে চাই, দেশের প্রতিটি উপজেলায় একজন সত্যিকার ভালো মানুষ ইউএনও হিসেবে বসুক। অামাদের দেশটা তখন সোনার বাংলায় পরিণত হতে কি খুব বেশি দিন লাগবে!

অাপনি এগিয়ে চলুন।
সাধারণ মানুষ ভালোবাসার ডালি সাজিয়ে অাপনার অপেক্ষায় অাছে। অামরা অাপনার পাশে থাকবো।
অাপনাকে দেখার লোভ সামলাতে পারছি না। অাপনার সাক্ষাতের অপেক্ষায় রইলাম। অামার সবচেয়ে প্রিয় জিনিস, নিত্যসাথী বই অাপনাকে উপহার দেওয়ার অপেক্ষায় রইলাম।

অাপনার দীর্ঘআয়ু কামনা করছি।
সৃষ্টিকর্তা অাপনাকে নিরাপদ করুন, নিরাপদ রাখুন।

মো. শাহিদুজ্জামান
প্রভাষক, বাংলা বিভাগ
ঢাকা স্টেট কলেজ।