কোটচাঁদপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৭

কোটচাঁদপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ উপজেলাসহ দেশের ১০ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

ঝিনাইদহের জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উব্দোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জাকির হোসেন পরিচালনায় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য নবী নেওয়াজ, আনোয়ারুল আজীম আনার, বিদ্যুৎ বিভাগের উপ-সচিব ইয়াসমিন বেগম, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানাসহ সরকারি, বেসরকারী প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে কোটচাঁদপুর উপজেলায় ৭৬ কোটি টাকা ব্যায়ে ৪৪৪ কিলোমিটার লাইনের মাধ্যমে ২৫ হাজার ২’শ ৫৯ টি সংযোগের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ