মানুষের নির্মিত বিশ্ববিখ্যাত ৯ স্থাপত্যশৈলী

প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০১৭

মানুষের নির্মিত বিশ্ববিখ্যাত ৯ স্থাপত্যশৈলী

 

  • পাতুজাই, লাওস : মায়াময় সবুজ প্রকৃতির মাঝে পাতুজাই নামের এই স্থাপনটি দাঁড়িয়ে রয়েছে।

  • জয়ের স্থাপত্য, প্যারিস, ফ্রান্স : অপরূপ স্থপত্যশৈলীতে নির্মিত এই স্থাপনাটি ফ্রান্সের পরিচয় বহন করে।

    জয়ের স্থাপত্য, প্যারিস, ফ্রান্স : অপরূপ স্থপত্যশৈলীতে নির্মিত এই স্থাপনাটি ফ্রান্সের পরিচয় বহন করে।

  • দ্য গেটওয়ে স্থাপত্য, সেন্ট লুইস, আমেরিকা : এই দেশটিতে ভ্রমণে এলে চোখ ধাঁধানো দ্য গেটওয়ে দেখতে কেউ ভুল করেন না।

    দ্য গেটওয়ে স্থাপত্য, সেন্ট লুইস, আমেরিকা : এই দেশটিতে ভ্রমণে এলে চোখ ধাঁধানো দ্য গেটওয়ে দেখতে কেউ ভুল করেন না।

  • রুয়া আগোস্টা স্থাপত্য, লিসবন, পর্তুগাল : এই স্থাপত্যটি পর্তুগালের গৌরম ও ঐতিহ্যের প্রতীক।

    রুয়া আগোস্টা স্থাপত্য, লিসবন, পর্তুগাল : এই স্থাপত্যটি পর্তুগালের গৌরম ও ঐতিহ্যের প্রতীক।

  • সিনকুনটেনেয়ারের স্থাপত্য,  ব্রাসেলস, বেলজিয়াম : বিশ্ববিখ্যাত এই স্থাপত্যটি দেখলে মুহূর্তেই চোখ জুড়িয়ে যায়।

    সিনকুনটেনেয়ারের স্থাপত্য,  ব্রাসেলস, বেলজিয়াম : বিশ্ববিখ্যাত এই স্থাপত্যটি দেখলে মুহূর্তেই চোখ জুড়িয়ে যায়।

  • জয়ের স্থাপত্য, বার্সেলোনা, স্পেন : এই স্থাপত্যটি দর্শকরা যতই দেখেন ততই মুগ্ধ হন। নানা রঙে বর্ণিল এই স্থাপনাটি দেখতে খুবই আকর্ষণীয়।

    জয়ের স্থাপত্য, বার্সেলোনা, স্পেন : এই স্থাপত্যটি দর্শকরা যতই দেখেন ততই মুগ্ধ হন। নানা রঙে বর্ণিল এই স্থাপনাটি দেখতে খুবই আকর্ষণীয়।

  • কনস্ট্যানটাইনের স্থাপত্য, রোম, ইতালি : ইতালির রোমে অবস্থিত এই স্থাপনাটি প্রাচীন হলেও এটি দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয়।

    কনস্ট্যানটাইনের স্থাপত্য, রোম, ইতালি : ইতালির রোমে অবস্থিত এই স্থাপনাটি প্রাচীন হলেও এটি দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয়।

  • ইন্ডিয়া গেট, নয়াদিল্লি, ভারত : এটি ভারতের অন্যতম ঐতিহ্যের প্রতীক। রাতের আলোয় এই গেটটি আপন আলোয় মহিমায় হেসে ওঠে।

    ইন্ডিয়া গেট, নয়াদিল্লি, ভারত : এটি ভারতের অন্যতম ঐতিহ্যের প্রতীক। রাতের আলোয় এই গেটটি আপন আলোয় মহিমায় হেসে ওঠে।

  • আর্চ অফ ট্রুম্ফ, পিয়ং ইয়ং, উত্তর কোরিয়া : এটি উত্তর কোরিয়ার মানুষের কাছে গর্বের প্রতীক। এই স্থাপনাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় স্থাপনা।

    আর্চ অফ ট্রুম্ফ, পিয়ং ইয়ং, উত্তর কোরিয়া : এটি উত্তর কোরিয়ার মানুষের কাছে গর্বের প্রতীক। এই স্থাপনাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় স্থাপনা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ