মাননীয় প্রধানমন্ত্রী ঘরে ঘরে নিরাপত্তা চাই।

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৭

Tahera Begum Jolly

রাজধানীর রামপুরায় ঘরে ঢুকে গৃহবধুকে গণধর্ষন।
কথা উঠেছিলো সাগর রুনিকে নিয়ে। যদিও প্রায় ৫০ বারের মাথায়ও সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন আজো আলোর মুখ দেখেনি। ঘরের মধ্যেই পারিবারিক নিরাপত্তার মাঝেই নির্মম ভাবে হত্যা করা হয় এই সাংবাদিক দম্পতিকে। কথা উঠেছিলো তখন, আমরা কি এখন ঘরের মধ্যেও নিরাপত্তাহীন? উঠেছিলো পাল্টা কথাও। সরকারী মহল থেকে বলা হয়েছিলো, তাই ব’লে ঘরের মধ্যে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ভাবখানা এমন, আমাদের এতো দায় কিসের?

আজ কঠিন বাস্তব এই, আমরা ঘরের মধ্যেও নিরাপত্তার জোর দাবী জানাচ্ছি। সঙ্গে অবগতির জন্য জানাচ্ছি, জনগনের জানমালের নিরপত্তার দায়িত্ব এবং উপায়, দুই-ই সরকার বাহাদুর ধারণ করেন। বর্তমান পরিস্থিতি এই, ধর্ষকামীরা ঘরে ঢুকে পড়েছে। এবং তারা আপনার আঙ্গিনা পেরিয়েই ঢুকছে আমাদের ঘরে। রামপুরার ১৭ বছরের গৃহবধু ঘরের মধ্যেই নির্মম ধর্ষনের শিকার হয়েছে। এবং ধর্ষকরা তা ঘটিয়েছে দেশের আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েই। এখন বড় প্রশ্ন এই, ধর্ষক ঘর চিনেছে। তাই আমরাও মনে করি সরকার বাহাদুর ঘরের মধ্যেও আমাদেের নিরাপত্তা বিধান করবেন।