ঝিনাইদহ বিদ্যুৎ বিভাগের কাছে জনগণ খু-উ-ব সাধারণ হয়ে গেছে

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০১৭

ঝিনাইদহ বিদ্যুৎ বিভাগের কাছে জনগণ খু-উ-ব সাধারণ হয়ে গেছে
Tito Chowdhury

বর্তমানে আমাদের অঞ্চলে (হরিণাকুন্ডু) অনেক বেশী পরিমাণে বিদ্যুতের লোডশেডিং চলছে। বিভিন্ন মিডিয়া ঘেটে দেখলাম এত বেশী লোডশেডিংয়ের সংবাদ অন্য কোথায়ও নেই। একে তো অতিরিক্ত গরম, তার উপর লোডশেডিংয়ের বিরক্তিকর যন্ত্রনা। ঠিক কি কারণে এত বেশী বিদ্যুতের আমাবস্যা, তা ঝিনাইদহ বিদ্যুৎ বিভাগ জানাচ্ছে না । আসলে আমাদেরই ভুল, জানার অধিকার আমাদের নেই। আমরা কষ্ট সহ্য করার ক্ষমতা অর্জন করি তাতে আমাদেরই লাভ।

 

বিদ্যুতের বিল কম হবে ,অর্থের সাশ্রয় হবে! আমরা কৃপণ হতে শিখব। বিদ্যুৎ বিভাগের লোকজনের কাছে প্রশ্ন করলে, বিরক্তবোধ হয়ে এড়িয়ে চলছে। সরকারী চাকুরিজীবীদের নিকট এদেশের সাধারণ জনগণ খু-উ-ব সাধারণ হয়ে গেছে ।