জয়, ঝিনাইদহ প্রেসক্লাবের জয়

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, মে ৮, ২০১৮

ঝিনাইদহের সাংবাদিকদের ঐক্যের জয়

বিপদগ্রস্থ সাংবাদিকের পাশে দাড়িয়ে আবারো সাংবাদিকরা মানবিক ও মানবতার বিষয়টি তুলে ধরলেন।

রোববার ঝিনাইদহ মহেশপুর রিপোর্টার ইউনিটের সভাপতি দৈনিক লোকসমাজ প্রতিনিধি জিয়াউর রহমান জিয়াকে পুলিশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে।

একটি অসাধু চক্র সাংবাদিক জিয়াকে খুব বড় মাপের অপরাধী বানানোর চেষ্টা চালায়। তারপর ছেলেটি বিপদে পড়ে।

খবরটি মুহুর্তের মধ্যে সারা জেলার সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। উদ্বেগাকুল সাংবাদিক সমাজ দারস্থ হন ঝিনাইদহ প্রেসক্লাবের।

জিয়ার বিপদের মুহুর্তে অভিভাবকত্ব নিয়ে পাশে দাড়ায় ঝিনাইদহ প্রেসক্লাব। একাধিক প্রেসক্লাব ও ইউনিট থাকলেও মহেশপুর থেকে বিভেদ ভুলে জড়ো হন বিপুল সংখ্যক সাংবাদিক।

তাদের সাথে যোগ দেন ঝিনাইদহ প্রেসক্লাবের সিনিয়র ও জুনিয়র সদস্যরা। দৈনিক লোকসমাজের সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ভাই ঘনঘন ফোন করে তার উদ্বেগের কথা জানাতে থাকেন। মধ্যরাত।

আমরা অপেক্ষমান থাকি পুলিশ সুপারের অফিসের আশেপাশে। কিছু সুবিধাবাদী নিচ মনমানসিকতার দালাল পুলিশকে মিসগাইড করার চেষ্টা করে।

এই কাতারে মহেশপুরের একজন জনপ্রতিনিধিও সামিল হয়। আমরা তাদের নতজানু লিঙ্গ সাংবাদকতা আর নিচু কান্ডকারখানা দেখে আবাক হয়।

ক্লাবের সভাপতি এম রায়হান একাই পুলিশের সাথে কথা বলেন। মধ্যরাতে জিয়াকে নিয়ে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বেরিয়ে আসেন।

পুলকিত আর আনন্দে চিক চিক করে ওঠে দীর্ঘক্ষন অপেক্ষামান ক্লান্ত সাংবাদিকদের চোখে।