“ঝিনেদা অামাগের, অামরা ঝিনেদার”

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮

“ঝিনেদা অামাগের, অামরা ঝিনেদার”
KM Shaifuzzaman

“ঝিনেদা অামাগের, অামরা ঝিনেদার”
*********************************
অাধ্যাত্বিক সাধক– লালনের জন্মভূমি ঝিনাইদহ।।
ঝিনাইদহের পবিত্রভূমি কে অপবিত্র করার অায়োজনের প্রতি ধীক্কার জানাচ্ছি–।।

কেউ লজ্জা পাওয়ার অভিনয় করবেননা—
জাতিগতভাবে “লজ্জা”- শব্দটা অনেক অাগেই ভূলেছি…!!

হরিণাকুন্ডু থানাতে– (যেখানে লালন ও তাঁর গুরু– সিরাজ সাঁঈজির জন্ম) প্রকাশ্য নগ্নতা প্রদর্শনসহ জুয়ার অাসর বসেছে বলে অামরা ঝিনাইদহের সন্তানেরা দেশ-বিদেশ থেকে সাংবাদিক ও সচেতন নাগরিকদের মাধ্যমে নিশ্চিত হয়েছি— সেই অশ্লীলতা ও সমাজ নষ্ট করার এই ঘৃণ্য অায়োজনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি–।।

প্রশাসনের প্রতি অনুরোধ করবোনা যে, অাপনারা এটা বন্ধ করুন— শুধু বলবো– নিজেদের পরিবার-সন্তান-অাপনজনদের নিয়ে একটিবার দেখতে অাসুন…!! যদি রুচিতে বাঁধে…যদি বিবেকের কোথাও অাঘাত করে… তবে- নতুন প্রজন্মসহ সহজ-সরল ঝিনাইদহবাসীর কথাভেবে যথাযথ ব্যবস্থা নিন।।

একইসাথে ঝিনেদার সুস্থধারার রাজনীতি ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজ (যদি থেকে থাকেন) এবং সচেতন নাগরিক সমাজ ও অন্যান্যের কাছে সামান্য অনুরোধ — যদি বিবেকের কাছে গ্রুহনযোগ্য না হয়, তবে- সম্মিলিত কন্ঠে প্রতিবাদ করুন–।। প্রতিবাদেই মুক্তি।।