এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮

এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে কলেজগুলোতে এ বছর এইচএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে।

 

মহেশপুর উপজেলায় ২টি সরকারী কলেজসহ ১০টি কলেজ রয়েছে। এ সকল কলেজগুলোতে ২০১৮ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কাজ চলছে। খোজ নিয়ে জানা গেছে, প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ২৫-৪৫শ টাকা করে আদায় করা হচ্ছে। যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, বোর্ড ফি সহ ২হাজার টাকার উর্ধ্বে নেওয়ার কথা না। যদি কেউ এর বেশী নেয় তাহলে তা ন্যায়-সঙ্গত হবে না। তিনি আরো বলেন, এ সকল কলেজগুলোতে খোজ নিতে গেলে তারা বিভিন্ন ধরণের অজুহাত দেখায়। যেমন-সেশন চার্জ বাকী, বেতন বাকী ইত্যাদি। তিনি অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন বলেও জানান।

 

অন্যদিকে বীরশ্রেষ্ঠ হামীদুর রহমান কলেজের অধ্যক্ষ বলেন, তারা বোর্ড ফি সহ অন্যান্য বকেয়া টাকাও আদায় করার কারণে বেশী মনে হচ্ছে। শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শওকত আলীও একই কথা বলেন।

 

মহেশপুর মহিলা কলেজের একজন প্রভাষক জানান, তারা ২২-২৫শ টাকা করে নিচ্ছে। অনেক অভিভাবক ফোন করে জানিয়েছে তাদের কাছ থেকে ৩-৪ হাজার টাকা করে ফরম পূরণ বাবদ আদায় করা হয়েছে।

 

এ বিষয়ে মহামান্য হাই কোর্টের দিকনির্দেশনা থাকলেও মহেশপুরে তা মানা হচ্ছে না। এলাকাবাসী সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ