ঢাকা ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ের অপরাধে বরকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী এ দন্ডাদেশ দেন। দন্ডিত আকাশ হোসেন (২০) যশোরের চৌগাছা উপজেলার চন্দ্রপাড়া হাকিমপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গত ৩/৪ দিন আগে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মির্জাপুর গ্রামের ১৪ বছর বয়সী এক শিশুকে বিয়ে দেওয়া হয় আকাশের সাথে। সোমবার আকাশ তার শ^শুড় বাড়িতে এসেছিলো। বাল্য বিয়ে দেওয়া হয়েছে এমন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরে বাল্যবিয়ে প্রমাণ হওয়ায় বাল্য বিয়ে নিরোধ আইনের ২০১৭ সালের ৭(১) ধারা মোতাবেক আকাশ হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় বিচারক।
Design and developed by zahidit.com