না ফেরার দেশে ঝিনাইদহের স্বপ্নীল ইলেকট্রনিক্সের মালিক মিঞা মজনু

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

না ফেরার দেশে ঝিনাইদহের স্বপ্নীল ইলেকট্রনিক্সের মালিক মিঞা মজনু

ঝিনাইদহ সংবাদ ডেস্ক:

 

না ফেরার দেশে চলে গেলেন ঝিনাইদহের স্বপ্নীল ইলেকট্রনিক্সের মালিক মিঞা তজিব-উর রহমান (মজনু)। আজ বুধবার (২২ নভেম্বর) আনুমানিক বিকেল চারটায় ঝিনাইদহের চাকলা পাড়ার নিজ বাসভবন রোকেয়া মঞ্জীলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ঝিনাইদহের জেলা ও দায়রা জর্জ কোর্ট এর স্বনামধন্য তানজিলুর রহমান (মন্টু মহুরির) মেজ ছেলে।

মিঞা তজিব-উর রহমান (মজনু) ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট এর সামনে অবস্থিত স্বপ্নীল ইলেকট্রনিক্সের কর্ণধার। তিনি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ঝিনাইদহে ইলেকট্রনিক্স পণ্যর ব্যবসা করে আসছিলেন। তিনি সর্বদা মিষ্টভাষী ,সদালাপী ও সজ্জন হিসেবে মানুষের মাঝে পরিচিত ছিলেন। তার মৃত্যুতে ঝিনাইদহের ব্যবসায়ী ও এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হযেছিলো ৫৫ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

পারিবারিক সুত্রে জানাযায় তিনি গত কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিলেন।