ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪
ঝিনাইদহ সংবাদ ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় রোববার (২৫ আগস্ট) বিকেলে জনতার হাতে শরিফ আহম্মেদ চাঁদ নামে এক শ্রমিক লীগ নেতা আটক হয়েছেন। পরে তাকে মহেশপুর ৫৮ বিজিবির হাতে সোপর্দ করা হয়।আটক শরিফ আহম্মেদ চাঁদ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে।
তিনি স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।বিজিবির একটি সুত্র জানায়, রোববার বিকেলে শরিফ আহম্মেদ চাঁদ মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন। স্থানীয় গ্রামবাসীর কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে বিজিবির খোসালপুর ক্যাম্পে সোপর্দ করে। বিজিবির জিজ্ঞাসাবাদে শ্রমিকলীগ নেতা শরিফ আহম্মেদ চাঁদ জানান, জীবনের ভয়ে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন। এদিকে হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের বাসিন্দারা জানান, শরিফ আহম্মেদ চাঁদ এলাকার মানুষকে পুলিশ দিয়ে হয়রানি ও চাঁদাবাজি করতেন। ঠুনকো বিষয়ে বিচার বসিয়ে মানুষকে মারধর করেতন। এ কারণে এলাকার মানুষ তার ওপর নাখোশ ছিল।
এ ব্যপারে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, তিনি এমন কথা শুনলেও বিজিবির পক্ষ থেকে এখনও কোনো বার্তা দেওয়া হয়নি।
Design and developed by zahidit.com