ঢাকা ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪
ঝিনাইদহ সংবাদ ডেস্ক: কিশোরী ইয়াসমিন হত্যা দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ব্যানারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সংগঠনটির জেলা আহ্বায়ক রুবিনা খাতুন, সদস্য শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন রিমাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার প্রতিবাদ জানিয়ে এ বিরুদ্ধে সকলকে রুখে দাড়ানোর আহ্বান জানান।
সেই সাথে সম্পত্তির উত্তরাধিকার, সমকাজে সম মজুরীসহ সকল কাজে বৈষম্য দুর করার দাবী জানান। একই সাথে জুলাই-আগস্ট অভ্যুথানে সকল হত্যাকান্ডের বিচার, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবীও জানান।
১৯৯৫ সালে দিনাজপুরে ইয়াসমিন আক্তার নামের এক কিশোরীকে গণধর্ষনের পর হত্যা করা হয়। এ ঘটনায় ৩ পুলিশ সদস্যকে মৃত্যুদন্ডের আদেশ দেয় আদালত।
Design and developed by zahidit.com