ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৩
ঝিনাইদহ সংবাদ ডেস্ক:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সাবেক সেনা সদস্য শামীম হোসেন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী আবু সাইদকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব। আবু সাইদ হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে র্যাব-৬ এর একটি দল হরিণাকুণ্ডু শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৩ নভেম্বর রাতে ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার সাবেক সেনা সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শামীম হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২৪ নভেম্বর হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আবু সাইদকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র্যাব।
ঝিনাইদহ-৬ র্যাব ক্যাম্প কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, গ্রেপ্তার আবু সাইদ তার নিকটে থাকা আগ্নেয়াস্ত্রের ভয়ভীতি দেখিয়ে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ছাড়া সে হরিণাকুণ্ডুর সাবেক সেনা সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শামীম হোসেনের হত্যাকাণ্ডের সাথে জড়িত বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
Design and developed by zahidit.com