ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪
ঝিনাইদহ সংবাদ ডেস্ক: ঝিনাইদহে ইবনুল ইসলাম পারভেজ স্মরণে সড়কের নামকরণ করে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে শহরের বনানীপাড়ায় এ সড়কের উদ্বোধন করা হয়।
জানা গেছে, ইবনুল ইসলাম পারভেজকে ২০১৬ সালের ২ জুলাই রাতে ঝিনাইদহের পোড়াহাটি নামক স্থানে কথিত বন্দুকযুদ্ধের নামে গুলি করে হত্যা করে পুলিশ।
পারভেজ ঝিনাইদহ শহরের বনানীপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সাবেক সভাপতি ছিলেন তিনি। তারই স্মরণে এই সড়কের উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন শহীদ ইবনুল ইসলাম পারভেজের পিতা জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের ঝিনাইদহ শহর আমির হারুন অর রশিদ, ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার শামসুল আরেফিন কায়সার, প্রাক্তন ছাত্রনেতা কাজী মাসুম জামান, শিবিরের শহর সভাপতি মেহেদী হাসান রাজু, জেলা সভাপতি মনিরুজ্জামান মিঠু, শহর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,মোঃমোহিব্বুল্লাহ,মনিরুল ইনলাম,শিহাব শিকদার, রিপন, ইমতিয়াজ সহ শিবিরের শহর শাখার সাবেক ও বর্তমান নেতারা।
Design and developed by zahidit.com