ঢাকা ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪
ঝিনাইদহ সংবাদ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মজনু নামে এক কৃষকের এক বিঘা জমির প্রায় ১শ’ লাউ গাছ কেটে দিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ আগষ্ট) রাতে এ ঘটনা ঘটে। উপজেলার ফলসী ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামের আবু তালেবের ছেলে মজনু গ্রামের উত্তর পাড়া মাঠে এক বিঘা জমিতে লাউয়ের চাষ করেছিলেন । সেখানে প্রায় সাড়ে ১শ’ গাছ ছিল। এগুলোতে মাত্র লাউ ধরা শুরু করেছিল ।
মজনু মণ্ডল বলেন, অনেক কষ্ট করে লাউয়ের চাষ করেছিলাম। কে বা কারা রাতের আঁধারে সব গাছ কেটে দিয়েছে। গতবছরেও আমার এই জমিতে লাউ গাছ কেটে দিয়েছিল দূর্বৃত্তরা।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Design and developed by zahidit.com