ঢাকা ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কাতলাগাড়ি বাজারে বিএনপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭নং হাকিমপুর ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়াদ্দার ৬ নং ইউনিয়নের বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন বিশ্বাস ও থানা বিএনপি’র ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মোল্লা ও পুরো বিএনপির সভাপতি আবু তালেব মিয়া সহ প্রমুখ।
বক্তারা বলেন, দলের মধ্যে কোন দল রেখে কোন লাভ নেই। আমরা সবাই বিএনপির কর্মী দীর্ঘদিন দল ক্ষমতায় ছিল না আমরা সবাই আওয়ামী শাসনের হাত থেকে কেউই রক্ষা পায়নি। মিথ্যা মামলা দিয়ে আমাদের বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। তাই দলের মধ্যে গ্রুপিং বাদ দিয়ে সবাই একসাথে মিলেমিশে চলতে হবে। সেই সাথে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে নির্বাচন করে জয়লাভ করাতে হবে।
Design and developed by zahidit.com