হরিনাকুন্ডু জোড়াদহ ইউনিয়নে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২২

হরিনাকুন্ডু জোড়াদহ ইউনিয়নে নানা আয়োজনে বিজয় দিবস পালিত

 

ঝিনাইদহ সংবাদ ঃ
মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নে শিশু ও কিশোরদের চিত্রাঙ্কনসহ নানা ধরনের খেলা ধুলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী  এ অনুষ্ঠানের আয়োজন করে ওই উপজেলার চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া ।

জানা যায়, বিজয় দিবস উপলক্ষে জোড়াদহ ইউনিয়ন পরিষদ চত্বরে চিত্রাংকন,  কুইজ,  বিস্কিট দৌড়, মোরগ লড়াইসহ বিভিন্ন ধরনের খেলার প্রতিযোগিতার আয়োজন করেন।  আর এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সকাল থেকেই ভিড় করেন ইউনিয়নবাসীরা। তার এই ভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য ইউনিয়নবাসী ধন্যবাদ জানিয়েছেন চেয়ারম্যান কে। পরে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চিত্রাংকন প্রতিযোগিতার খুদে এক শিক্ষার্থী জানান, এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লাগছে। যারা এখানে ছবি আঁকার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

জোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া বলেন, বিজয় দিবস উপলক্ষেই আজকের এই আয়োজন। এই দিবস কে ঘিরে শহরে অনেক কিছুই হয়ে থাকে কিন্তু গ্রামে তেমন একটা হয় না। এমন চিন্তা থেকেই আমার ইউনিয়নবাসীদের নিয়ে আজকের বিজয় দিবস উদযাপন করলাম।

 

ঝি / স/ মাসুদ ঃ

এ সংক্রান্ত আরও সংবাদ