ঢাকা ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২
হরিণাকুন্ডু(ঝিনাইদহ) প্রতিনিধি-
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাল্য বিয়েকে না বলে শপথ পাঠ করেছে ১০০শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে উপজেলার আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শপথ পাঠ করেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)’র আয়োজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান প্রকল্পের(ইরেসপো) আওতায় কিশোরীদের সচেতনতামূলক এক প্রশিক্ষণে এই শপথ পাঠ করানো হয়।
এ সময় বাল্য বিয়ে, ইভটিজি, আত্মহত্যা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক নির্মূল এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিষয়ের ওপর বক্তব্য দেন থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। এ সময়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফাতেমাতুজ জোহুরা, আবাসিক মেডিকেল অফিসার আমানুল্লাহ , সহকারী বিআরডিবি কর্মকর্তা আমজাদ হোসেন, বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি হাসান মাহমুদ , প্রধান শিক্ষক মাসুদুল হক টিটো প্রমূখ বক্তব্য দেন। পরে তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
Design and developed by zahidit.com