ঢাকা ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২২
ঝিনাইদহ সংবাদ ডেস্ক :
চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ র্যাব-৬। সকালে দামুড়হুদা থানার ছোটদুধ পাতিলা গ্রাম থেকে রোকন ইসলাম নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত রোকন ইসলাম দামুড়হুদা থানার বাস্তপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার শরিফুল আহসান জানান, ছোটদুধ পাতিলা গ্রামে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেসময় হাতে নাতে ৮’শ ৬৯ বোতল ফেন্সিডিলসহ রোকন ইসলামকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
Design and developed by zahidit.com